রোহিত শর্মারা (Rohit Sharma) টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) খেললেও দলে নেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। টি২০ দলের সঙ্গে বেশ কিছু বছর ধরে না থাকলেও ভারতেীয় ওপেনারের মন পড়ে রয়েছে অস্ট্রেলিয়ায়। তাঁর বিশ্বাস ভারত (Team India) অস্ট্রেলিয়া থেকে কাপ নিয়েই ফিরবে। শনিবার ইন্ডিয়া টুডে মুম্বই কনক্লেভে এসে সে কথাই জোর দিয়ে বলে গেলেন ধাওয়ান।
পাশপাশি জানিয়ে গেলেন, কী ভাবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষদের হারাতে হবে। ধাওয়ান বলেন, ''আমার বিশ্বাস ভারত চ্যাম্পিয়ন হবে। দারুণ খেলছে। সকলেই সকলের দায়িত্বটা জানে। তবে ভুলের সংখ্যা কমাতে হবে। স্ট্র্যাটেজির দিকে খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে প্রচুর চাপ থাকবে। সেটাকে নিয়ন্ত্রনে রেখেই খেলে যেতে হবে।''
আরও পড়ুন: 'তুম জিও হাজারও সাল...' মেলবোর্নে বিরাটের জন্মদিন পালন ফ্যানদের
তরুণ ফাস্ট বোলার আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) প্রশংসা ভারতের ওপেনারের মুখে। টানা ভাল পারফর্ম করতে থাকা আর্শদীপকে নিয়ে আশাবাদী ধাওয়ান। তিনি বলেন, ''আর্শদীপ ম্যাচ উইনার। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওভারটা দারুণ বল করে জিতিয়েছে। ও কানে কোনটা ওর শক্তি। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলার পর অনেক সমালোচনা হয়েছে। তাও ও দারুণ ভাবে ফিরে এসেছে। আত্মবিশ্বাস আছে ছেলেটার মধ্যে। নিজের প্রতি নিজের বিশ্বাস আছে। তাই দারুণ বল করছে।''
আরও পড়ুন: IPS অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ধোনির, করলেন মামলা
আজ সতীর্থ বিরাট কোহলির (Happy Birthday Virat Kohli) জন্মদিন। তাঁকেও শুভেচ্ছা জানালেন গব্বর। পাশাপাশি বিরাটের ফিটনেশ, নিয়মানুবর্তিতা নিয়েও কথা বলেন ভারতের ওপেনার। তিনি বলেন, "বিরাট নিজের প্রতি আস্থা রাখে। মাইন্ড সেট পজিটিভ। নিজের সঙ্গে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। নিয়মানুবর্তিতা ওকে সকলের থেকে আলাদা করে দিয়েছে। আগে প্রচুর খেত। পরে ফিট হওয়ার জন্য চেষ্টা শুরু করে। আর এখন দেখতেই পাচ্ছেন।কত ফিট। দিল্লির ছেলেদের সাহস আছে, দেখতেও ভাল।"
বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম বেতন ঘোষণা করায় দারুণ খুশি ধাওয়ান। তিনি বলেন ''এটা জয় শাহের দারুণ পদক্ষেপ। খুব ভাল লাগছে গোটা পৃথিবী এটা নিয়ে কথা বলছে।''