scorecardresearch
 

চেন্নাইয়ে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইংল্যান্ডকে, এই রেকর্ডই তার সাক্ষী

আগামী মাস থেকে ভারত বনাম ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে চলেছে। এই সিরিজ়ের প্রথম দুটো ম্যাচ চেন্নাইয়ের চিপক ময়দান নামে প্রসিদ্ধ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ইতিমধ্যেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। রেকর্ডই সেই কথা বলছে।

Advertisement
ভারত বনাম ইংল্যান্ড ভারত বনাম ইংল্যান্ড
হাইলাইটস
  • ইংল্যান্ড সিরিজ়ের প্রথম দুটো টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে
  • আগামী মাস থেকে ভারত বনাম ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে চলেছে
  • এখানে গতবার ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে খেলেছিল

আগামী মাস থেকে ভারত বনাম ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হতে চলেছে। এই সিরিজ়ের প্রথম দুটো ম্যাচ চেন্নাইয়ের চিপক ময়দান নামে প্রসিদ্ধ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ইতিমধ্যেই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। রেকর্ডই সেই কথা বলছে।

সিরিজ়ের প্রথম দুটো টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রথম টেস্ট ম্যাচটা ৫-৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটা ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি খেলা হবে।

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ন'টা টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তারমধ্যে ভারত পাঁচটা টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। ইংল্যান্ড জিতেছে তিনটে টেস্ট ম্যাচ। ১৯৮২ সালে এই দুই দলের মধ্যে খেলা একটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে। 

এখানে গতবার ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে খেলেছিল। সেই ম্যাচে ভারত এক ইনিংস এবং ৭৫ রানে জয়লাভ করেছিল। ওই ম্যাচে করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। বীরেন্দ্র সেহওয়াগের পর করুণই ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন।  

ওই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৭৭ রান করে। এরমধ্যে মইন আলি করেছিলেন ১৪৬ রান এবং জো রুট করেছিলেন ৮৮ রান।

এর জবাবে ভারত সাত উইকেটে ৭৫৯ রান তুলে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে দেয়। কোনও একটি ইনিংসে এখনও পর্যন্ত এটাই ভারতের সবথেকে বেশি স্কোর। ইনিংসের শেষে করুণ নায়ার ৩০৩ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল করেন ১৯৯ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২০২ রানের মধ্যে অল আউট হয়ে যায়।

এই চিপক ময়দানে ভারত এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে ১৪টা টেস্ট ম্যাচে তারা জিতেছে। ছ'টা হেরেছে এবং ১১টা ড্র করেছে। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচ টাই হয়েছিল।

Advertisement

Advertisement