ভারতীয় দলে ইংল্যান্ড সফরে তাঁর জায়গা হয়নি। টেস্ট ফরম্যাটের কথা চিন্তা করে সম্ভবত ভারতীয় দলে জায়গা পাননি ধাওয়ান। একই সঙ্গে দেশে চলছে করোনা মহমারি। চারিদিকে হাহাকার। আর তারই মাঝে ভারতীয় দলের ব্যাটসম্যান এখনও সবাইকে পজিটিভ থাকার বার্তাই দিচ্ছেন। সব খারাপ সময় কাটাতে বাঁশিতে মজলেন শিখর ধাওয়ান।
জীবনের বেশ খানিকটা সময়ই হয়তো প্রতিযোগীতামূলক জিনিসে কাটিয়ে দেন ক্রিকেটাররা। হোই হুল্লোর, লাইম লাইট, দর্শকদের চিৎকার। তবে এ যেন এক অন্য শিখর ধাওয়ানকে পাওয়া গেল ইনস্টাগ্রামে। প্রতিযোগিতামূলক অ্যাকশন থেকে অনেকটা নিজেকে দূরে সরিয়ে নিয়ে শান্ত বাঁশির সুরে মজলেন ভারতীয় দলের গব্বর। ভারত ওপেনার বাঁশি বাজানো পছন্দ করেন, সেটা অনেকেরই জানা। আর সেই বাঁশি দিয়েই এবার অপরূপ সুর বাঁধলেন শিখর ধাওয়ান।
বৃষ্টির মরশুমে শুক্রবারের বিকেলে শিখর ধাওয়ান নিজের বাড়ির বারান্দায় বসে বাঁশি বাজিয়ে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। খারাপ সময় মন মুগ্ধ করে দেওয়ার মতো অন্যতম একটি ভিডিও শেয়ার করেছেন ধাওয়ান। জগজিৎ সিংয়ের একটি গান বাজিয়ে তিনি হিট হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
শিখর ধাওয়ান এই ভিডিও পোস্ট করে তাঁর অনুরাগীদের অনুমান করতে বলেছিলেন যে তিনি বাঁশিতে কোন গানটি বাজাচ্ছেন। এটি লেখার পর কমেন্ট সেকশনে ভিড় করেন তাঁর অনুরাগীরা।
ভিডিওয়টি শেয়ার করে ধাওয়ান লেখেন, "আত্মার শান্তির পক্ষে এই সুর। শান্ত থাকুন, ইতিবাচক থাকুন, পজিটিভ থাকুন। আপনি কি গানটি অনুমান করতে পারেন?" এই ভিডিও পোস্ট করতেই একাধিক লাইক ও কমেন্ট পড়ে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও।
২০১৬ সাল থেকে বাঁশি বাজানোর জন্য পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন। তিনি গুরু ভেণুগোপালের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। অনেকদিন ধরেই নিজেকে বাঁশির সুরে বাঁধতে দেখা গিয়েছেন ধাওয়ানকে। তিনি বাঁশিটাকে হৃদয় দিয়ে বাজান এমনটাই বলেছিলেন অতীতে।
ধাওয়ানকে ইংল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের দলে নেওয়া হয়নি। ভারত ইংল্যান্ডে ৫টি টেস্ট খেলতে নামবে, একই সঙ্গে খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাতে সাড়ে তিন মাস সময়কালে ইংল্যান্ড সফর ভারতের।
তবে ধাওয়ান জুলাইয়ে শ্রীলঙ্কায় প্রস্তাবিত সীমিত ওভারের সিরিজের জন্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ইন-ফর্ম ইন্ডিয়া ওপেনারকে সম্ভবত দলের অধিনায়ক মনোনিত করা হতে পারে।