বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর (IPL 2022) প্রস্তুতি প্রায় চূড়ান্ত। টুর্নামেন্টের স্থান থেকে সময়, সবই প্রায় চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। আগামী সপ্তাহে সেই দিনক্ষণ জারি করা হবে জানিয়েছেন বিসিসিআই-এর আধিকারিক। সম্প্রচারকারী স্টার স্পোর্টসের অনুরোধ অনুসারে, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ২৬ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। করোনার কারণে গ্রুপ পর্যায়ের সমস্ত ম্যাচ মহারাষ্ট্রের পুণে ও মুম্বইতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্লে অফ এবং ফাইনাল কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।
ফ্র্যাঞ্চাইজিগুলিকেও জানান হয়েছে
বিসিসিআই-এর এক আধিকারিককে উদ্ধৃত করে ইনসাইড স্পোর্ট লিখেছে, ২৬ মার্চ শুরু হবে আইপিএল। তার সম্পূর্ণ প্রস্তুতি করা হয়ে গিয়েছে। ম্যাচের সূচিও আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। করোনার কারণে গ্রুপ পর্যাতের ম্যাচ পুণে ও মুম্বইতে হবে। এই তথ্য ফ্র্যাঞ্চাইজিগুলকেও জানান হয়েছে, যাতে তারা নিজেদের হোটেল বুকিং করে ফেলতে পারে।
ওপেনিং ডে-এর পরের দিন ডাবল হেডার?
প্রথমে বিসিসিআই ২৭ মার্চ অর্থাৎ রবিবার থেকে আইপিএল-এর পরবর্তী সিজন শুরু করতে চেয়েছিল। তবে সম্প্রচারকারীদের অনুরোধে তা একদিন এগিয়ে আনা হয়। এর বড় কারণ হল সপ্তাহান্তের সুবিধা নেওয়া। কারণ ২৭ তারিখ ডবল হেডারের আনন্দ পাওয়া যেতে পারে। আর তেমনট হলে টুর্নামেন্ট শুরুর ২ দিনের মধ্যেই ৩টি ম্যাচ দেখা যাবে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল
এবার প্লেঅফ-এর সমস্ত ম্যাচ এবং ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে ম্যাচের সূচি প্রকাশিত হলেই বিষয়টি জানা যাবে। অন্যদিকে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি পুনের এমসিএ ও মুম্বইয়ের ব্র্যাবন, ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে। এছাড়া নভি মুম্বইতে রিলায়েন্সের জিও স্টেডিয়ামও রয়েছে। সেখানেও ম্যাচ করার কথা ভাবছে বোর্ড। আর তা নিয়ে রিলায়েন্সের সঙ্গে কথাবার্তাও চলছে।
আরও পড়ুন - ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ, বেতন ৭৮ হাজার টাকা