মার্চের শেষ সপ্তাহে প্রস্তাবিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) মরশুম শুরু হওয়ার কথা। তার আগে স্টেডিয়াম নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সমস্ত দলকে আয়োজক ভেন্যু সম্পর্কে অবহিত করেছিল। আইপিএলের ১৫তম আসরে ৭০টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে ১৫টি ম্যাচ পুনেতে এবং ৫৫টি ম্যাচ মুম্বইতে হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম নিয়েই আপত্তি তুলেছে দলগুলো। আসলে, ওয়াংখেড়ে স্টেডিয়ামটি আইপিএল-এর টিম মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হোম গ্রাউন্ড। এই কারণেই দলগুলি আপত্তি জানিয়েছে। করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবং দলগুলোর ভ্রমণ কমাতে এবার মহারাষ্ট্রে লিগ হওয়ার কথা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav ganguly) এই তথ্য জানিয়েছেন। বোর্ড ডিওয়াই পাটিল স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ম্যাচগুলি করার সিদ্ধান্ত নিয়েছিল।
দলগুলোর আপত্তির পর বোর্ডের সিদ্ধান্তে কিছু বদল আসতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের হোম সুবিধা নিয়ে দলগুলো আপত্তি জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বা অন্য কোথাও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে দলগুলোর কোনো আপত্তি নেই। বোর্ডও সব দলকে আশ্বস্ত করেছে যে কোনও দলকে হোম গ্রাউন্ডের সুবিধা দেওয়া হবে না। মুম্বই এবং পুনেতে ১০ টি দলের জন্য অনুশীলনের মাঠ সরবরাহ করাও একটি চ্যালেঞ্জ বোর্ডের কাছে। এর জন্য বান্দ্রা-কুরলা কমপ্লেক্সও ব্যবহার করা যেতে পারে।
গত মরশুমে করোনার জন্য মাঝপথে বন্ধ করে দিতে হয় আইপিএল। বেশ কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করতে হয় লিগ। দ্বিতীয় পর্বে আইপিএল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে।
আরও পড়ুন: কোথায়, কখন কী ভাবে দেখবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি২০ ম্যাচ?
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেতে পারেন ইশান, ঋতুরাজ, সঞ্জুরা
করোনা রোগীর সংখ্যা কমার পর, বিসিসিআই মাঠে কিছু সমর্থককে ম্যাচ দেখার অনুমতি দিতে পারে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি সব দল তাদের মেগা নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করেছে। মার্চের শেষ সপ্তাহে শুরু হতে পারে লিগ। কিছু দিনের মধ্যেই লিগের সূচি সবার সামনে তুলে ধরবে বোর্ড।