আপাতত আইপিএল-১৪'র প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে ধোনির একটা ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দেখে মনে হচ্ছে, ভাইরাল হওয়া এই ছবিটি কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তোলা হয়েছে। ধোনির মাথা একেবারে ন্যাড়া এবং বৌদ্ধ ভিক্ষুকদের মতো কাপড় পরিধান করে তাঁকে জঙ্গলে বসে থাকতে দেখা যাচ্ছে।
স্টার স্পোর্টস নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ৯ সেকেন্ডের এই প্রোমো ভিডিও শেয়ার করেছে। এই প্রোমো ভিডিওয় ধোনি বলছেন, "এই অবতারের পিছনে আসল রহস্যটা কী, খুব তাড়াতাড়িই জানতে পারবেন।"
চেন্নাই সুপার কিংস দলের হয়ে ধোনি ইতিমধ্যেই আইপিএল ২০২১-র প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
Mantra… avatar… we are as 🤯 as you are right now!
— Star Sports (@StarSportsIndia) March 14, 2021
Give us your best guess as to what this mantra is that he's talking about and keep watching this space for the reveal. 😎 pic.twitter.com/km9AQ93Dek
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই তিনবার আইপিএল খেতাব জয় করে নিয়েছে। কিন্তু, গতবারের আইপিএল মরশুম চেন্নাইয়ের কাছে খুব খারাপ কেটেছে। গত আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস ১৪টি ম্যাচের মধ্যে মাত্র হাফডজন ম্যাচ জিততে পেরেছিল। পয়েন্ট টেস্ট সাত নম্বরে থেকে তাদের এই টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল। ধোনিও ১৪ ম্যাচে মাত্র ২০০ রানই করতে পেরেছিলেন।
২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে তিনি ৩৫০টি একদিনের ম্যাচ, ৯৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ এবং ৯০টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৭,২৬৬ রান করেছেন। ইতিমধ্যে তিনি ১০৮টি হাফসেঞ্চুরি এবং ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।