IPL 2022 Arjun Tendulkar : অর্জুন তেন্ডুলকরের ইয়র্কার দেখে মাত ফ্যানেরা, 'এখনই দলে আনতে হবে!'

IPL 2022 Arjun Tendulkar: জয়ের অপেক্ষায় পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। এখন সেই দল নাকানিচোবানি খাচ্ছে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স (MI) খেলা ছিল চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে।

Advertisement
অর্জুন তেন্ডুলকরের ইয়র্কার দেখে মাত ফ্যানেরা, 'এখনই দলে চাই!'অর্জুন তেন্ডুলকরের ভিডিও ভাইরাল
হাইলাইটস
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্স দল তাদের প্রথম ৭ ম্যাচে হেরেছে
  • তাদের খারাপ সময় যেন কাটছেই না
  • একটা জয় এখন কতই না গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে

IPL 2022 Arjun Tendulkar: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্স দল তাদের প্রথম ৭ ম্যাচে হেরেছে। তাদের খারাপ সময় যেন কাটছেই না। একটা জয় এখন কতই না গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

একটা জয় চাই
জয়ের অপেক্ষায় পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। এখন সেই দল নাকানিচোবানি খাচ্ছে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স (MI) খেলা ছিল চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে। সেখানে হেরেছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন অর্জুন তেন্ডুলকর।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে ম্যাচের আগে অর্জুন তেন্ডুলকরের একটি ইয়র্কার খবরের শিরোনামে চলে এসেছে। মুম্বই ইন্ডিয়ান্স প্র্যাক্টিস সেশনের একটি ভিডিও টুইট করেছে। যেখানে অর্জুন তেন্ডুলকর অনুশীলনের সময় একটি দুর্দান্ত ইয়র্কার বোলিং করেছেন এবং ব্যাটসম্যানকে ক্লিন বোল্ড করছেন।

আরও পড়ুন: পাঠভবন-শিক্ষাসত্রে পরীক্ষা অফলাইনে, বিশ্বভারতীর সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ

মুম্বই ইন্ডিয়ান্স তাদের পোস্টে লিখেছেন যে আপনার নাম যদি অর্জুন হয়, তাহলে আপনি আপনার লক্ষ্য মিস করতে পারবেন না। অর্জুন তেন্ডুলকরের এই ভিডিওটি এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ক্রমশ ভাইরাল হচ্ছে।

তাঁকে খেলানো হোক, দাবি ফ্যানেদের
এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং-১১ এ অর্জুন তেন্ডুলকরকে সুযোগ দেওয়া উচিত বলে ভক্তদের দাবি। ভক্তরা লিখেছেন, চেন্নাই ম্যাচে অর্জুনকে না খেলালে ভক্তরা মুম্বই ইন্ডিয়ান্সকে ক্ষমা করবেন না। কিছু ভক্ত লিখেছেন যে অর্জুন তেন্ডুলকর খেললে তিনি এমএস ধোনিকে একই রকম ইয়র্কারে বল করবেন। তবে তাঁদের আশা আর পূরণ হয়নি। তাঁদের দল আবার হেরেছে।

মুম্বই ইন্ডিয়ান্স অর্জুন তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল। গত মরশুমেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। শেষ ম্যাচে দল তাঁকে সুযোগ দিতে পারে বলে মনে করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

আরও পড়ুন: কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়ালে থাকছে তাঁর সিনেমা, কেন এখনও অটুট কলকাতার গদার-প্রেম

Advertisement

আরও পড়ুন: মোবাইলে চার্জ শেষ? যাতাযাতের সময় মেট্রোই দেবে পাওয়ার ব্য়াঙ্ক

আরও পড়ুন: ব্রণ মামুলি নয়, হতে পারে বড়সড় অসুস্থতার লক্ষণ, কী ধরনের অসুখ?

 

POST A COMMENT
Advertisement