ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)-এর মার্চের শেষেই শুরু হতে পারে। IPL শিডিউল পুরো তৈরি করে ফেলেছে বিসিসিআই। সব কিছু ঠিক থাকলে, আগামী সপ্তাহেই আইপিএল সূচি জারি করে দেবে ভারতীয় বোর্ড।
আরও পড়ুন: IPL 2022 Schedule : IPL-এর ম্যাচ হবে এই স্টেডিয়ামগুলিতে, সূচি প্রকাশ আগামী সপ্তাহে
কোন কোন স্টেডিয়ামে IPL 2022 হবে?
সংবাদমাধ্যম ক্রিক বাজ-এর খবর অনুযায়ী, এবারের আইপিএল-এ ১০টি দল খেলবে। মোট ৭০টি ম্যাচ হবে। তার মধ্যে ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে। ওয়াংখেড়ে, ব্রেবোর্ন, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এছাড়া ১৫টি ম্যাচ পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে।
প্রতিটি টিমকেই ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলতে হবে। এছাড়া ব্রেবোর্ন ও পুণেতে ৩টি করে ম্যাচ খেলবে। এবারের আইপিএল-এ দুটি নতুন টিম লখনউ সুপার জায়েন্টস ও গুজরাত টাইডস খেলছে।
আরও পড়ুন: IPL 2022: শুরু থেকে IPL-এ নেই ওয়ার্নার, কামিন্স! কেন?
কবে শুরু হতে পারে IPL 2022?
এবারের আইপিএল-এর ওপেনিংয়ের জন্য দুটো তারিখ ভাবা হচ্ছে। বিসিসিআই-কে ব্রডকাস্টার অনুরোধ করেছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২৬ মার্চ শনিবার হোক। পরের দিন রবিবার দুটি ম্যাচ রাখা হোক। যাতে শুরু থেকেই উইকেন্ডের ফায়দা উসুল করা যায়। যদিও বিসিসিআই-এর ইচ্ছে, আইপিএল শুরু হোক ২৭ মার্চ থেকে।
কোন স্টেডিয়ামে প্লেঅফ ম্যাচ হতে পারে?
এবারের IPL2022-এর ফাইনাল ম্যাচ হতে পারে ২৯ মার্চ (রবিবার)। প্লেঅফের ভেন্যু এখনও জানায়নি বিসিসিআই। সূত্রের খবর, ফাইনাল সহ প্লেঅফের ম্যাচ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা হতে পারে। ২৪ ফেব্রুয়ারি আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের মিটিং। ওই মিটিংয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।