IPL Prize Money: IPL জিতলে কোটি টাকার পুরস্কার, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিগ গুলোর মধ্যে একটি হল আইপিএল (IPL 2023)। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আইপিএল-এর রমরমা এতটা ছিল না। যত দিন গিয়েছে ততই বেড়েছে কোটি টাকার লিগের জৌলুশ। এই বছরেই আইপিএলের বাজার মূল্য প্রায় ৯১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। মিডিয়া সত্ত্ব চুক্তি, নতুন অংশীদারিত্ব এই বাজার মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

Advertisement
IPL জিতলে কোটি টাকার পুরস্কার, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?আইপিএল-এর দল
হাইলাইটস
  • কোটি টাকা পুরস্কার চ্যাম্পিয়নদের
  • কত টাকা পাবে রানার্সরা?

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিগ গুলোর মধ্যে একটি হল আইপিএল (IPL 2023)। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আইপিএল-এর রমরমা এতটা ছিল না। যত দিন গিয়েছে ততই বেড়েছে কোটি টাকার লিগের জৌলুশ। এই বছরেই আইপিএলের বাজার মূল্য প্রায় ৯১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। মিডিয়া সত্ত্ব চুক্তি, নতুন অংশীদারিত্ব এই বাজার মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

বাজারমূল্য বাড়ার পাশাপাশি প্রত্যেকবারই বেড়েছে পুরস্কারমূল্য। আইপিএল-এর মোট পুরস্কার মূল্য ৪৬.৫ কোটি টাকা। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। রানার্স হলে ১৩ কোটি টাকা পাবে দল। প্লে অফে পৌঁছে গেলেই ৭ কোটি টাকা পাবে দল। অর্থাৎ প্লে অফে পৌঁছতে পারলেই পুরস্কার পাওয়া যাবে। এবার দেখে নেওয়া যাক কোন বছর কত টাকা পেয়েছিল চ্যাম্পিয়ন ও রানার্স দল। 

২০০৮-০৯ সালে মাত্র ৪.৮ কোটি টাকা পুরস্কার
প্রথম দুই মরশুমে অর্থাৎ আইপিএলের জন্মলগ্নে খুব বেশি অর্থ ছিল না। এই দুই মরশুমে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪.‌৮ কোটি টাকা এবং রানার্স আপ দল পেয়েছিল ২.৪ কোটি টাকা পেয়েছিল চ্যাম্পিয়ন হওয়া রাজস্থান রয়্যালস। রানার্স দল ২.৮ কোটি টাকা পায়।  

আরও পড়ুন: ৪ বছর পর ইডেনে IPL ম্যাচ, সেজেছে শহর, মাঝরাতে মেট্রোও

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত

২০১০ মরশুমে আইপিএলের পুরস্কার মূল্য অনেকটাই বাড়ানো হয়েছিল। প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছিল পুরস্কার মূল্য। চ্যাম্পিয়ন দল সেবার পেয়েছিল ১০ কোটি টাকা এবং রানার্স দল পেয়েছিল ৫ কোটি টাকা। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই পুরস্কার মূল্যের কোনও পরিবর্তন করা হয়নি। তিন বছর একই পুরস্কার মূল্য পেয়েছেন চ্যাম্পিয়ন ও রানার্সরা। 

২০১৪ সালে ফের বাড়ে পুরস্কার মূল্য
২০১৪ সালে আবার পুরস্কারমূল্য বাড়ানো হয়। ওই বছর চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১৫ কোটি টাকা আর রানার্স আপ দল পেয়েছিল ১০ কোটি টাকা। ২০১৫ মরশুমেও পুরস্কার মূল্য একই ছিল।

Advertisement

আরও পড়ুন: ধোনি ট্যাক্স দিলেন ৩৮ কোটি টাকা, আয় কত তাহলে?

২০১৬ থেকে ২০১৯ অবধি পুরস্কার মূল্য

২০১৬ সালে আবার পুরস্কার অর্থ বাড়ানো হয়। সে বার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল ২০ কোটি টাকা এবং রানার্স আপ দল পেয়েছিল ১১ কোটি টাকা। রানার্স দলের সঙ্গে তুলনামূলকভাবে চ্যাম্পিয়ন দলের অর্থ বেশি বেড়েছিল। ২০১৯ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য একই ছিল। তবে ২০১৮ এবং ২০১৯ সালে রানার্স আপ দলের পুরস্কার অর্থ ১১ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২.‌৫ কোটি টাকা করা হয়েছিল।

২০২০ সালে কমে যায় পুরস্কার মূল্য
২০২০ সালে আইপিএল-এর পুরস্কারমূল্য প্রথমবার কিছুটা কমে যায়। গোটা বিশ্বজুড়ে থাবা বসিয়েছিল করোনা। গোটা বিশ্বে সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আইপিএল-এর পুরস্কারমূল্য কমে গিয়েছিল চ্যাম্পিয়ন দল পায় ১০ কোটি পায়। অন্যদিকে রানার্স পাবে ৬.২৫ কোটি টাকা।

২০২১-এ করোনার দ্বিতীয় ঢেউ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বেশ কয়েকটা দেশে আঘাত করলেও আইপিএলে তার প্রভাব পড়েনি। পুরস্কার মূল্য বাড়েনি। ২০১৯ সালের মতো, এবছরও চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল ২০ কোটি টাকা। আর রানার্স দল পেয়েছিল ১২.৫ কোটি টাকা।


২০২২-এর আইপিএল-এ ফের বাড়ে পুরস্কারমূল্য

২০২২ মরশুমে চ্যাম্পিয়ন দলের পুরস্কার অর্থ না বাড়লেও রানার্স আপ দলের পুরস্কার মূল্য ১২.৫ কোটি থেকে বাড়িয়ে ১৩ কোটি টাকা করা হয়েছিল।    
   

           

POST A COMMENT
Advertisement