IPL 2023: জিতেও জুটল শাস্তি, জরিমানার মুখে KKR ক্রিকেটার

দলকে জেতালেও বড় শাস্তির মুখে পড়তে হল জেসন রয়কে (Jason Roy)। চার ম্যাচ পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ২১ রানে হারিয়েছে কেকেআর (KKR)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন জেসন রয়। 

Advertisement
জিতেও জুটল শাস্তি, জরিমানার মুখে KKR ক্রিকেটারকেকেআর দল
হাইলাইটস
  • জরিমানা হল জেসন রয়ের
  • শাস্তির মুখে কেকেআর ক্রিকেটার

দলকে জেতালেও বড় শাস্তির মুখে পড়তে হল জেসন রয়কে (Jason Roy)। চার ম্যাচ পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ২১ রানে হারিয়েছে কেকেআর (KKR)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন জেসন রয়। 

কেন জরিমানা হল জেসন রয়ের?
শুরুতে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন নাইট ওপেনার। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। দলকে ২০০ রান করতে সাহায্য করে জেসন রয়ের ইনিংস। গেমচেঞ্জার এবং মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটের পুরস্কারও পান তিনি। দুই লক্ষ টাকা পান। সেই সঙ্গে নিয়ম ভাঙার দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানাও দিতে হল জেসনকে। নাইট ওপেনারকে আউট করেন বিজয় কুমার। বোল্ড হন কেকেআর ওপেনার। কিন্তু আউট হওয়ার পরেই বেলে মারেন তিনি। এমন ব্যবহার নিয়মবিরুদ্ধ। সেই কারণেই জরিমানা দিতে হবে জেসনকে। আইপিএল কর্তৃপক্ষ বলেন, “বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে নিয়ম ভেঙেছেন কলকাতা নাইট রাইডার্সের জেসন রয়। সেই কারণে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে তাঁকে।” জেসন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সেই কারণে কোনও শুনানি হবে না।

জেসন রয়
জেসন রয় (কেকেআর)

আরও পড়ুন: পরপর ক্যাচ মিস, খারাপ ফিল্ডিংই KKR-এর বিরুদ্ধে হারাল বিরাটের RCB-কে?

বুধবার কেকেআরের হয়ে ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন জেসন। তিনি পাঁচটি ছক্কা এবং চারটি চার মারেন। পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন জেসন। প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন ছাড়াও রান পেয়েছেন নীতীশ রানা। কেকেআর অধিনায়ক ২১ বলে ৪৮ রান করেন। তিন বলে ১২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভিড উইজা। 

আরও পড়ুন: বাংলার শাহবাজের ওভারে চার ছক্কা জেসন রয়ের, বড় রানের দিকে KKR

রান তাড়া করতে নেমে ১৭৯ রানে শেষ হয় আরসিবি-র ইনিংস। ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ৩৭ বলে ৫৪ রান করেন। ১৮ বলে ৩৪ রান করে আউট হন মাহিপাল লোমরোর। কিন্তু বাকি ব্যাটাররা রান করতে পারেননি। হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন কোহলি। 

Advertisement

POST A COMMENT
Advertisement