হয়ত শেষবার ইডেনে (Eden Gardens) ব্যাট হাতে নামছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। রবিবার সেই ম্যাচে উপচে পড়বে ইডেন। যদিও বৃষ্টির আশঙ্কা সেখানে ব্যাঘাত ঘটাতে পারে। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Kolkata Knight Riders vs Chennai Super Kings) ম্যাচে টিকিটের হাহাকার তবুও থামছে না। ধোনিকে শেষবার ব্যাট হাতে দেখার আনন্দ কি বৃষ্টির জন্য ধুয়ে মুছে যাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের কাছে।
রবিবারের ম্যাচে বৃষ্টি হতে পারে
রবিবার ইডেনের ম্যাচের টিকিট অনলাইনে দেওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। টানা তিন ম্যাচ হেরে রবিবার ইডেনে নামবেন নাইটরা। তবু উন্মাদনায় একটুও কমতি নেই। কানায় কানায় ভরে যাবে গ্যালারি। ধোনি-দর্শনের সুযোগ কেউ হারাতে চাইছেন না। সাড়ে সাতশো টাকার টিকিটের জন্য হাজার দুয়েক টাকা খরচ করতেও রাজি হয়ে যাচ্ছেন অনেকেই। তবে এই উন্মাদনায় বাঁধ সাধতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের এক-দু জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার একাধিক জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাল দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'অর্জুন আমাকেও আউট করেছিল...,' স্বীকারোক্তি সচিনের!
বৃষ্টি হতে পারে কলকাতায়
গোটা রাজ্যজুড়ে বেশ কয়েকদিন তীব্র দাবদাহ চলছিল। তবে শনিবার স্বস্তির বৃষ্টি নামতে পারে শহরে। এমনটাই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। শুক্রবার বিকেলেও আল্প বৃষ্টি হয়েছে। আকাশে মেঘ রয়েছে। বৃষ্টির আশঙ্কায় ইডেনের গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে। ম্যাচের আগে দু-এক পশলা বৃষ্টি হলেও পিচের যাতে কোনও ক্ষতি না হয়।
আরও পড়ুন: IPL-এর একটা বলের দাম কত জানেন? ফ্রিজ কেনা হয়ে যাবে...
তবে আশার কথা,তীব্র দাবদাহের পর শহরের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বিশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, মধ্য উত্তরপ্রদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয়বাষ্প। সেই কারণেই রবিবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তার জেরে আগামী পাঁচদিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে শহরের তাপমাত্রা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।