চলছে টি-২০ (T-20) ক্রিকেটের মেগা লিগ আইপিএল (IPL 2023)। প্লে-অফের (Play-Off) লড়াই বেশ জমে উঠেছে। অন্যদিকে, কিছু দল ক্রমশই হারিয়ে যাচ্ছে লড়াই থেকে। চলুন দেখে নেওয়া যাক, এইমুহূর্তে কি অবস্থা। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লে-অফে ওঠার রাস্তা খুব একটা সহজ না হলেও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে, লড়াইতে টিকে রয়েছে কেকেআর (KKR)। অধিনায়ক নীতীশ রানার (Nitish Rana) ৪৪ বলে ৫৭ রান এবং রিঙ্কু সিং-এর (Rinku Singh) ৪৩ বলে ৫৪ রান বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এই হারের ফলেই, আইপিএল পয়েন্টস টেবিলের সমীকরণও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। পরবর্তী ম্যাচে, চেন্নাইকে অবশ্যই জিততে হবে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছাড়া, প্লে-অফে যাওয়া প্রায় অসম্ভব সিএসকে-র জন্য।
যদি তারা কলকাতার বিরুদ্ধে জয় পেত, তাহলে সরাসরি প্লে-অফে পৌঁছে যেতে পারত। এখনও পর্যন্ত আইপিএলের লিগ পর্যায়ে নয়টি ম্যাচ বাকি। এইমুহূর্তে লিগ টেবিল টপার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। তবুও তারা এখনও প্লে-অফে নিজেদের অবস্থান পাকা করতে পারেনি। যদি গুজরাত তাদের পরবর্তী দুটি ম্যাচ জিততে পারে, তাহলে প্লে-অফ নিশ্চিত। গুজরাতের পরবর্তী প্রতিপক্ষ যথাক্রমে, সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
আরও পড়ুন: IPL 2023 KKR vs CSK: CSK হারলেও ধোনিকে নিয়ে উন্মাদনা, দর্শকদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না মাহি
এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১৫ এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দাঁড়িয়ে রয়েছে ১৩ পয়েন্টে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সংগ্রহে ১৪ পয়েন্ট। ব্যাঙ্গালোর এবং পঞ্জাব (Punjab Kings) কিংস রয়েছে ১২ পয়েন্টে। অন্যদিকে, নেট রান রেটের (NRR) নিরিখে অনেকটাই এগিয়ে গুজরাত। কিন্তু আসন্ন ম্যাচে যদি গুজরাত হেরে যায়, তাহলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandiya) জন্য তা খারাপ হতে পারে।
আর মাত্র একটি ম্যাচ জিতলেই গুজরাত প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে এবং তাদের পয়েন্ট হবে ১৮। অন্যদিকে মুম্বই একমাত্র দল, যারা ১৮ পয়েন্টে পৌঁছতে পারে। কলকাতার বিরুদ্ধে পরাজয়, চেন্নাইয়ের প্লে-অফের সমীকরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে, শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের জিততেই হবে। কিন্তু যদি তারা হেরে যায়, তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে সিএসকে (CSK)।
মুম্বই যদি পরবর্তী দুটি ম্যাচ জিততে পারে, তাহলে তারা প্লে-অফে পৌঁছতে পারবে। অন্যদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) দল একটি ম্যাচ হারলে ১৬ পয়েন্ট পাবে। যদি এমন পরিস্থিতি আসে, তাহলে নির্ভর করতে হবে অন্য দলের ফলাফল এবং নেট রান রেটের ওপর।
লখনউ সুপার জায়ান্টস শেষ দুটি ম্যাচ জিতলে প্লে-অফ সুনিশ্চিত করতে পারবে। যদি তারা একটি জেতে এবং একটি হারে, তাহলে নেট রান রেটে তাদের হারাতে হবে অন্য দলকে। সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাত, চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু ও পঞ্জাব যদি ১৬ বা তার বেশি পয়েন্ট নিয়ে আসে এবং লখনউ যদি দুটি ম্যাচই হারে, তাহলে টুর্নামেন্টে যাত্রা শেষ হয়ে যাবে তাদের।
গত ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে । শুধু তাই নয়, আরসিবির (RCB) নেট রান রেট মুম্বই এবং পঞ্জাব কিংসের থেকে অনেকটাই ভাল। আরসিবি একটি ম্যাচ হারলে তাদের পয়েন্ট থাকবে ১৪।
রাজস্থানের নেট রান রেট ০.৬৩৩ থেকে ০.১৪০-এ চলে এসেছে। তবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) অধিনায়কত্বে খেলা রাজস্থানের, যোগ্যতা অর্জনের সুযোগ এখনও রয়েছে। প্রথমত পঞ্জাবকে (PBKS) হারাতে হবে তাঁদের। সেইসঙ্গে, অন্য দলের ফলাফল রাজস্থানের অনুকূলে থাকতে হবে। রাজস্থানের জন্য সবচেয়ে অনুকূল পরিস্থিতি হল আরসিবি, এলএসজি (LSG) এবং পঞ্জাব তাঁদের দুটি ম্যাচই হেরেছে। ফলে, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে সরাসরি লড়াই হবে।
চলতি মরসুমে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করতে পারে এমন ৬টি দলের মধ্যে পঞ্জাব রয়েছে। অর্থাৎ, শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে খেলা এই দলটি এখনও টপ ৮-এ জায়গা করে নিতে পারে। তাদের বাকি ম্যাচগুলি বড় ব্যবধানে জিততে হবে। যদিও পঞ্জাবের নেট রান রেট এখনও অনেকটাই কম। একটি ম্যাচ হারার পর, অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে পঞ্জাবকে।
চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর, প্লে অফের জন্য কেকেআরের কিছুটা আশা রয়েছে। তবে তার জন্য কেকেআরকে তাদের শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে। একইসঙ্গে, অন্য দলগুলি যাতে ১৪ পয়েন্টের উপরে না পৌঁছতে পারে। এটি তখনই সম্ভব যদি, এলএসজি দুটি ম্যাচে পরপর হেরে যায়। নেট রান রেটও ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে এবং তাদের সংগ্রহে মাত্র ৮ পয়েন্ট । কিন্তু আইপিএলে তারাই একমাত্র দল, যাদের কাছে সর্বোচ্চ ৩টি লিগ ম্যাচ খেলার সুযোগ রয়েছে। হায়দরাবাদ যদি তিনটি ম্যাচ জিতে যায়, তাহলে তাঁরা ১৪ পয়েন্ট পাবে। পঞ্জাব কিংস, মুম্বই এবং হায়দরাবাদেরও যদি ১৪ পয়েন্ট থাকে, তাহলে চতুর্থ স্থানের জন্য হায়দরাবাদ, পঞ্জাব এবং কলকাতার মধ্যে লড়াই হতে পারে। একইসঙ্গে নেট রান রেটও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।