scorecardresearch
 

IPL 2023 Kolkata Knight Riders: KKR-র জন্য বড় খবর, IPL-এর মাঝপথে বাংলাদেশে ফিরে গেলেন লিটন দাস

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে যাচ্ছেন কেকেআর-এর তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। তারকা উইকেটকিপার ব্যাটারকে দলে না পাওয়া সমস্যার কারণ হতে পারে কেকেআর-এর কাছে।

Advertisement
লিটন দাস লিটন দাস
হাইলাইটস
  • বাংলাদেশে ফিরলেন লিটন দাস
  • IPL-এর মাঝপথে ফিরলেন তারকা

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে যাচ্ছেন কেকেআর-এর তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। তারকা উইকেটকিপার ব্যাটারকে দলে না পাওয়া সমস্যার কারণ হতে পারে কেকেআর-এর কাছে।

শাহরুখ খানের (Shah Rukh Khan) দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ' লিটন শুক্রবার সকালে বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। চিকিৎসাজনিত কারণে, অবিলম্বে বাংলাদেশে ফিরতে হচ্ছে। এই কঠিন সময়, লিটন ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা রইল।' এখনও অবধি কেকেআর-এর হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন লিটন। এবারের আইপিএল-এ একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে। কেকেআর দলে সুযোগ পেলেও, পারিবারিক কারণেই বাংলাদেশে থেকে গিয়েছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আইপিএল-এর আগেই নাম প্রত্যাহার করে নেন বাংলাদেশ ক্যাপ্টেন।  

আরও পড়ুন: 'পাওয়ার প্লে' কই? সমালোচনার তালিকায় IPL তারকা প্লেয়াররা

এবারের নিলামে, ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একমাত্র ম্যাচে খেলেছিলেন লিটন। তবে সেই ম্যাচে দাগ কাটতে পারেননি বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। সেই ম্যাচে মাত্র ৪ রান করেন লিটন। তবে উইকেটের পেছনে দাঁড়িয়েও ব্যর্থ বাংলাদেশের উইকেটকিপার। ম্যাচে দুটি ক্যাচ ও একটি স্টাম্পিং মিস করেন তিনি। যার জেরে এই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। এটাই তাঁদের এবারের আইপিএল-এ (IPL) প্রথম ম্যাচ জয়। 

আরও পড়ুন: 'আমার বিয়েতে নাচবেন বলেছেন শাহরুখ,' উচ্ছ্বসিত রিঙ্কু

 মাত্র ১৯ দিন কেকেআর শিবিরে ছিলেন লিটন। আয়ারল্যান্ডের (Bangladesh vs Ireland) বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে আইপিএল-এর মাঝপথে কেকেআর দলে এসেছিলেন লিটন। ৯ মে এমনিতেও বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল লিটনের। তাই এমনিতেই লিটন গোটা আইপিএল খেলতে পারতেন না। পারিবারিক কারণে এবার তারও আগে বাংলাদেশে ফিরে যাচ্ছেন লিটন। এবারের আইপিএল-এ সাত নম্বরে রয়েছে কেকেআর। এখনও অবধি আটটা ম্যাচ খেলে তিনটি জয় পেয়েছে কলকাতা। এবার কলকাতা প্লে অফে যেতে পারবে কিনা সেটাই এখন বড় বিষয়।   

Advertisement

            

Advertisement