scorecardresearch
 

IPL 2023 Akash Madhwal: LSG-কে গুঁড়িয়ে দেওয়া আকাশকে একসময় ব্যান করা হয়েছিল ক্রিকেটেই, কেন জানেন?

আইপিএল-এর (IPL 2023) এলিমেনেটর ম্যাচে সকলকে চমকে দিয়েছিলেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে। একাই ভেঙে দেন ক্রুণাল পান্ডিয়াদের (Krunal Pandya) ব্যাটিং। টেনিস বলে ক্রিকেট খেলা এই বোলারের দাপটেই মাত্র ১০১ রানে শেষ হয়ে যায় লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ইনিংস। জানেন কি, আকাশকেই একটা সময় টেনিস বলের ক্রিকেট থেকে কার্যত ব্যান করে দেওয়া হয়েছিল

Advertisement
আকাশ মাডওয়াল আকাশ মাডওয়াল
হাইলাইটস
  • ৫ রানে ৫ উইকেট নেন আকাশ
  • একটা সময় স্থানীয় ক্রিকেট থেকে ব্যান হয়ে যান তিনি

আইপিএল-এর (IPL 2023) এলিমেনেটর ম্যাচে সকলকে চমকে দিয়েছিলেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে। একাই ভেঙে দেন ক্রুণাল পান্ডিয়াদের (Krunal Pandya) ব্যাটিং। টেনিস বলে ক্রিকেট খেলা এই বোলারের দাপটেই মাত্র ১০১ রানে শেষ হয়ে যায় লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ইনিংস। জানেন কি, আকাশকেই একটা সময় টেনিস বলের ক্রিকেট থেকে কার্যত ব্যান করে দেওয়া হয়েছিল


কেন ব্যান করা হয়েছিল আকাশকে?
আইপিএল শুধু নয়, টেনিস বলেও আগুন ঝড়াতেন আকাশ। তাঁর বোলিং এতটাই বিষাক্ত ছিল যে কেউই তাঁর বল খেলতে চাইছিলেন না। ফলে খেলার সুযোগই পেতেন না আকাশ। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করার পাশাপাশি চুটিয়ে ক্রিকেট খেলতেন ঋষভ পন্তের প্রতিবেশি এই ফাস্ট বোলার। তবে টেনিস বলে খেলার সুযোগ হারাতেই চামড়ার বলে ক্রিকেট খেলতে শুরু করেন আকাশ। আর তাতেই সাফল্য আসে। আকাশের বন্ধু আশিস ইন্ডিয়া টুডেকে বলেন, ‘ভয়ের পরিবেশ তৈরি করেছিল আকাশ। কেউ খেলতে পারত না। তাই ওর থাকলে কেউই ব্যাট হাতে নামতেই চাইতো না। ফলে ওকে রুরকির বাইরে গিয়ে খেলতে হত।‘

আরও পড়ুন: কোয়ালিফায়ারে GT vs MI, টাকা কামাতে কেমন হতে পারে ফ্যান্টাসি টিম?
 

এই বছরেই পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অভিষেক হয় আকাশের। এখনও পর্যন্ত ৭টি আইপিএল ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। একই সময়ে, তিনি প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-টোয়েন্টিতে মোট ৬৭ উইকেট নিয়েছেন। আইপিএলে প্লে অফ ম্যাচে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার আকাশ মাধওয়াল। এর আগে, ডগ বলিঙ্গা ২০১০ প্লে অফে (সেমিফাইনাল) চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন, যা ছিল সর্বকালের সেরা পারফরম্যান্স।

আরও পড়ুন:বয়স ৩৮, গুজরাতে কোন ফর্মুলায় বাজিমাত 'বৃদ্ধ' ঋদ্ধির?

Advertisement


কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচে জিতলেই ফাইনালে উঠবে দুই দলের মধ্যে একটি দল। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির(Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল। 


গুজরাত ও মুম্বই দলের সম্ভাব্য একাদশ
গুজরাত টাইটানস: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, সাই সুদর্শন/অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (সি), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডান, হৃতিক শোকিন/কুমার কার্তিকেয়া/অর্জুন তেন্ডুলকর, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ

 
 

Advertisement