শুরু হচ্ছে এবারের আইপিএল। গোটা দেশের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। এই প্রতিযোগিতার উদ্বোধনেও থাকছে গ্ল্যামার জগতের ছোঁয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো তারকারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium), প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটানস (Gujarat Titans) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর এই ম্যাচের আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
ট্রফি নিয়ে এলেন হার্দিক
২০২২ আইপিএল-এ প্রথমবার খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় গুজরাত। ২০২৩ আইপিএল শুরু হওয়ার আগে সেই ট্রফি হাতে নিয়ে স্টেডিয়ামে চলে এলেন হার্দিক (Hardik Pandya)।
খানিকক্ষণের মধ্যেই শুরু হবে CSK ও GT-র ম্যাচ
কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans) -এর ম্যাচ। স্টেজে উঠছেন ধোনি ও হার্দিক। ধোনিকে দেখেই জয়ধ্বনি দর্শকদের।
এবার পারফর্ম করছেন রশ্মিকা মন্দানা
আইপিএল-এর মঞ্চে অস্কার জয়ী 'নাটু নাটু' গানে কোমর দোলালেন রশ্মিকা মন্দানা
গুন্ডের গানে নাচ তামান্নার
একের পর গানে নেচে দর্শকদের মতিয়ে রেখেছেন বলিউড তারকা তামান্না।
পারফর্ম করতে এলেন তামান্না
টামটাম গানে নাচ করছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।
বিশেষ গাড়ি করে গোটা স্টেডিয়াম ঘুরছেন অরিজিৎ
পারফরম্যান্সের পর গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘুরলেন অরিজৎ। শেষ হল বাঙালি গায়কের পারফরম্যান্স।
একসঙ্গে পারফর্ম করছেন বাদশাহ-অরিজিৎ
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চাঁদের হাট। বাঙালি গায়কের সঙ্গে আইপিএল-এর মঞ্চ কাঁপাচ্ছেন র্যাপার বাদশাহ।
পারফর্ম করছেন অরিজিৎ
একের পর এক হিট গানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন অরিজিৎ সিং।