scorecardresearch
 

IPL 2023 Virat Kohli Sourav Ganguly: সৌজন্যটুকুও নেই? ম্যাচ শেষ হতে এ কী করলেন সৌরভ-বিরাট!

বিরাট কোহলি (Virat Kohli) আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তিক্ততা এখনও মেটেনি? অন্তত তেমনটাই দেখা গেল আরসিবি বনাম ডিসি (RCB vs DC) ম্যাচের পরে। দুই জন দুই জনের প্রতি সৌজন্যটুকুও দেখালেন না? নাকি একে অপরকে এড়িয়ে গেলেন দুই তারকা? বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটাই আবারও মাথাচাড়া দিয়ে উঠল। যদিও বিরাট না সৌরভ কে কাকে উপেক্ষা করলেন তা বোঝা যায়নি এই ভিডিও দেখে।

Advertisement
বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • ম্যাচ শেষ হওয়ার পর হাত মেলালেন না সৌরভ-বিরাট
  • ভাইরাল ভিডিও

বিরাট কোহলি (Virat Kohli) আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তিক্ততা এখনও মেটেনি? অন্তত তেমনটাই দেখা গেল আরসিবি বনাম ডিসি (RCB vs DC) ম্যাচের পরে। দুই জন দুই জনের প্রতি সৌজন্যটুকুও দেখালেন না? নাকি একে অপরকে এড়িয়ে গেলেন দুই তারকা? বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটাই আবারও মাথাচাড়া দিয়ে উঠল। যদিও বিরাট না সৌরভ কে কাকে উপেক্ষা করলেন তা বোঝা যায়নি এই ভিডিও দেখে।

শনিবার বেঙ্গালুরুতে দিল্লিকে ২৩ রানে হারানোর পর সৌরভ গঙ্গপাধ্যায়ের সঙ্গে করমর্দন করলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের পদে রয়েছেন সৌরভ। এখনও অবধি আইপিএল-এ (IPL 2023) একটাও ম্যাচ জিততে পারেনি দিল্লি। টানা পাঁচ হেরেছে তাঁরা। শনিবার বিরাটদের বিরুদ্ধে হারের পর স্বাভাবিক নিয়মেই সৌরভ বিপক্ষের ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে যান। আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি সহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় সৌরভকে (Sourav Ganguly)। কিন্তু ফাফের পরই দাঁড়িয়ে ছিলেন বিরাট। ভিডিওতে দেখা গিয়েছে, সৌরভ বা বিরাট কেউই কারও দিকে হাত মেলাতে এগিয়ে যাননি। সৌরভ বাকি সকলের সঙ্গে হাত মেলালেও বিরাটের হাতে হাত ছোঁয়াননি। যদিও ব্যাপারটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা স্পষ্ট নয়।

আরও পড়ুন: সৌরভকে জাগাতে ঘর ভাসিয়ে ছিলেন সচিন, জানুন দুই কিংবদন্তীর গল্প 

পুরনো তিক্ততার জেরেই একে অপরকে এড়িয়ে গিয়েছেন দুই মহাতারকা। এমনটাই মত নেটিজেনদের বছর দেড়েক আগে এই বিতর্ক শুরু হয়েছিল। কোহলির (Virat Kohli) ওয়ানডে অধিনায়কত্ব চলে যাওয়া নিয়েই শুরু হয় বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। তবে তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বোর্ড তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, বিরাটকে বারণ করা হয়েছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে। কিন্তু তিনি শোনেননি। যার পর নির্বাচকদের মনে হয়েছে, সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ককে নিয়ে চলা সম্ভব নয়। এরপরেই শুরু হয় বিতর্ক।

Advertisement

আরও পড়ুন: BCCI প্রেসিডেন্ট হতে চান? সচিন বললেন, 'সৌরভের মতো ফাস্টবোলার নই'

এরপর কোহলি সাংবাদিক বৈঠক ডেকে বসেন, সেখানে তিনি বলেন, বোর্ড একবারও তাঁকে বলেনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে। দল নির্বাচনের দিন মাত্র মাত্র ঘণ্টা দেড়েক আগে তাঁকে জানানো হয়, তাঁর অধিনায়কত্ব থাকছে না। বোর্ড প্রেসিডেন্টকে ‘মিথ্যেবাদী ‘বলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। সে নিয়ে বোর্ডের অন্দরে বিতর্ক শুরু হয়ে যায়। তারপর যদিও একাধিকবার সৌরভ বিরাটের প্রশংসা করেছেন। তবে বিরাটের তরফে সেই সৌজন্য দেখা যায়নি। শনিবারও সেটা দেখা গেল না।

Advertisement