আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction 2025)। দুই দিন ধরে সৌদি আরবের জেড্ডায় হবে এই নিলাম। রিটেনশনের পর আর কাদের তুলে নেয় ফ্র্যাঞ্চেইজি গুলি সেটাই এখন দেখার। গোটা বিশ্বের নজরও এখন থাকবে সে দিকেই।
৫৭৭ খেলোয়াড়ের তালিকায় ৮২ জন খেলোয়াড় রয়েছেন যাদের বেসপ্রাইস ২ কোটি টাকা। যেখানে ২৭ জন খেলোয়াড়ের বেসপ্রাইস রাখা হয়েছে ১.৫ কোটি টাকা। এগুলি ছাড়াও ১.২৫, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ এবং ৩০ লক্ষ টাকা বেসপ্রাইসের খেলোয়াড়রাও তালিকায় রয়েছেন। এবার নিলামে নামছেন ঋষভ পান্ত (Rishabh Pant), কেএল রাহুল (KL Rahul), মহম্মদ শামি (Mhammed Shami), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মতো বড় খেলোয়াড়রা। তাদের সকলেই নিজেদেরকে ২ কোটি টাকার বেসপ্রাইসে তালিকাভুক্ত করেছেন। জস বাটলার (Jos Buttler), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মিচেল স্টার্ক (Mitchell Starc), ডেভিড ওয়ার্নার (David Warner), ট্রেন্ট বোল্ট (Trent Boult), ফাফ ডু প্লেসিস (Faf du Plessis), হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, এনরিক নরকিয়া, কাগিসো রাবাদার মতো বিদেশি তারকাদের বেসপ্রাইসও ২ কোটি টাকা।
প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকতে পারে?
মেগা নিলাম শেষ হওয়ার পর প্রতিটি দলে ন্যূনতম ১৮ জন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। একটি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে পারে। এ ছাড়াও, একটি দল সর্বোচ্চ ৮ জন বিদেশী খেলোয়াড় রাখতে পারবে।
কোন দলের সবচেয়ে বড় মানিব্যাগ আছে?
এবারের আইপিএল নিলামে পঞ্জাব কিংসের ১১০.৫ কোটি টাকা আছে। তারাই সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামবে। নিলামের আগে পঞ্জাব মাত্র দুই ক্রিকেটারকে (শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিং) ধরে রেখেছিল। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে ৪৪ কোটি টাকা বাকি আছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। নিলামে রাজস্থান রয়্যালসের পার্স রয়েছে ৪১ কোটি টাকা। যা সবচেয়ে কম।
কলকাতার হাতে কত টাকা?
কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর পার্সে আছে ৫১ কোটি টাকা। তাঁরা রিটেন করেছে সুনীল নারিন ১২ কোটি, রিঙ্কু সিং ১৩ কোটি, আন্দ্রে রাসেল ১২ কোটি, বরুণ চক্রবর্তী ১২ কোটি, হর্ষিত রানা ৪ কোটি, রমনদীপ সিং ৪ কোটি।
কোন দল ক'জন ক্রিকেটার নিতে পারবে?