IPL-কেই মঞ্চ বানাক ঋদ্ধিমান, পরামর্শ ইরফান পাঠানের

সোমবার কলকাতায় মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব তাঁবুতে এসে ইরফান পাঠান বলেন, ''ভারতীয় দলে ফেরার কথা এখন না ভেবে ঋদ্ধিমানের (Wriddhiman Saha) উচিত আইপিএল-এ মন দেওয়া। কারণ, ওর জায়গায় দলে আসা উইকেটকিপার ব্যাটার (ঋষভ পান্ত) কিন্তু খুব ভাল খেলছে। আর শুধু তাই নয়, আগামী দিনে ও আরও ভাল জায়গায় যাবে।'' পান্তকে (Rishabh Pant) নিয়ে পাঠান আরও বলেন, ''মিলিয়ে নেবেন যে দিন ও খেলা ছাড়বে সেদিন উইকেটকিপার ব্যাটার হিসেবে ওর ধারে কাছে কেউ থাকবে না।'' 

Advertisement
IPL-কেই মঞ্চ বানাক ঋদ্ধিমান, পরামর্শ ইরফান পাঠানের ইরফান পাঠান ও ঋদ্ধিমান সাহা
হাইলাইটস
  • IPL-এ ভাল খেলতে হবে ঋদ্ধিমানকে
  • শ্রেয়স আইয়ারের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন পাঠান

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল ভারতের ক্রিকেটে। টেস্ট দলে সুযোগ না পেয়ে বাংলার রঞ্জি দল থেকেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। তবে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন নিজেকে প্রমাণ করতে আইপিএল-কেই মঞ্চ হিসেবে বেছে নেওয়া উচিত ঋদ্ধির। 

সোমবার কলকাতায় মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব তাঁবুতে এসে ইরফান পাঠান বলেন, ''ভারতীয় দলে ফেরার কথা এখন না ভেবে ঋদ্ধিমানের (Wriddhiman Saha) উচিত আইপিএল-এ মন দেওয়া। কারণ, ওর জায়গায় দলে আসা উইকেটকিপার ব্যাটার (ঋষভ পান্ত) কিন্তু খুব ভাল খেলছে। আর শুধু তাই নয়, আগামী দিনে ও আরও ভাল জায়গায় যাবে।'' পান্তকে (Rishabh Pant) নিয়ে পাঠান আরও বলেন, ''মিলিয়ে নেবেন যে দিন ও খেলা ছাড়বে সেদিন উইকেটকিপার ব্যাটার হিসেবে ওর ধারে কাছে কেউ থাকবে না।'' 

কেকেআর-এর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) খেলা দেখতেও মুখিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। পাঠান বলেন, ''নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার কেমন ভাবে দলটাকে এগিয়ে নিয়ে যায় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। কেকেআর (KKR) মেগা নিলামে ভাল কাজ করেছে। তবে দলের ফাস্ট বোলিং একটা চিন্তার কারণ। সেটা যদি তারা ঠিক করতে পারে তবে কলকাতাকে হারান কঠিন হবে।'' 

আরও পড়ুন: হরভজন MP হবেন, রাজনীতির ইচ্ছেপ্রকাশ পাঠানেরও, কী বললেন?

আরও পড়ুন: IPL 2022-তে দেখা যাবে চিয়ারলিডারদের?

রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) প্রশংসা শোনা গিয়েছে পাঠানের গলায়। তিনি বলেন, ''কোচ হিসেবে দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে রোহিত দারুণ কাজ করছে। আগামী দুই বছরে ভারতকে ক্রিকেটের শীর্ষে নিয়ে যাবে এই জুটি।''

   

POST A COMMENT
Advertisement