শুক্রবার আইএসএল-এর (ISL) প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এখনও ফিট হতে না পারায় জেমি ম্যাকলরেনকে (Jemie Maclaren) ছাড়াই মাঠে নামতে হবে সবুজ-মেরুনকে। তবে গোল করার মত ফুটবলারের অভাব নেই কোচ হোসে মলিনার (Jose Molina) কাছে। জেসন কামিন্স (Jason Cummings), দিমিত্রি পেত্রাতোসরা (Dimitri Petratos) তো আছেনই, সঙ্গে রয়েছেন লিস্টন কোলাসো (Liston Colaco) ও সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। তবে মেরিনার্সদের চিন্তায় রাখবে তাদের ডিফেন্স। টম অ্যালড্রেড (Tom Aldred) ও আলবার্তো রড্রিগেজের (Alberto Rodriguez) সঙ্গে শুভাশিস বসু (Subhasish Bose) থাকলেও ডুরান্ড কাপে (Durand Cup 2024) খুব একটা ভরসা দিতে পারেননি তাঁরা।
ডুরান্ড ফাইনাল হারতে হলেও তিন ডিফেন্ডার নিয়েই নামবে মোহনবাগান। মিডফিল্ডের দখল নিজেদের কাছে রাখতে সেখানে লোক বাড়িয়ে আক্রমণে যেতে চান মোলিনা। তাই ৫ মিডফিল্ডার নিয়ে নামতে পারে সবুজ-মেরুন। দলে জায়গা পেতে পারেন মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, রালতে, সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসো। গোল করার জন্য থাকবেন দুই স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স।
অন্যদিকে মুম্বই সিটি এফসি চার ডিফেন্ডারকে নিয়ে দল সাজাতে পারে। ভালপুইয়ার (Valpuia) সঙ্গে তিরি (Tiri), মেহেতাব সিং (Mehetab Singh) ও সঞ্জীব স্টালিনের (Sanjeev Stalin) উপর দায়িত্ব থাকবে ডিফেন্স সামলানোর। একটু নীচ থেকে মোহনবাগানের আক্রমণের ঝড় সামলাতে থাকবেন ভ্যান নিফ (Yoell van Nieff) ও হিতেশ শর্মা (Hitesh Sharma)। আরও তিন মিডফিল্ডার লালরিন জুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte), জেরেমি মাঞ্জোরো (Jeremy Manzorro) ও বিপিন সিং-কে (Bipin Singh) সুযোগ দেওয়া হতে পারে। আর স্ট্রাইকার নিকোলাস কারেলিস (Nikolaos Karelis)। অ্যাওয়ে ম্যাচ তাই প্রতি আক্রমণেই গোল তুলে নিতে চাইবে মুম্বই।
মোহনবাগান বনাম মুম্বাই সিটির সম্ভাব্য লাইনআপ
মোহনবাগান সম্ভাব্য একাদশ: বিশাল কাইথ (গোলকিপার); টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, শুভাশিস বোস (ক্যাপ্টেন); মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, লালেংমাওইয়া রালতে, সাহল আবদুল সামাদ, লিস্টন কোলাসো; দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স
মুম্বই সিটি সম্ভাব্য একাদশ: পূর্বা লাচেনপা (গোলকিপার); ভালপুইয়া, তিরি, মেহতাব সিং, সঞ্জীব স্ট্যালিন; ইয়োয়েল ভ্যান নিফ, হিতেশ শর্মা; লালিয়ানজুয়ালা ছাংতে, জেরেমি মানজোরো, বিপিন সিং; নিকোলাওস কারেলিস