scorecardresearch
 

India vs New Zealand 3rd ODI: হোয়াইটওয়াশ তো হলই, রোহিত-গিলদের মারে লজ্জার রেকর্ড কিউয়ি পেসারের

ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ইন্দোরে লজ্জার রেকর্ড গড়লেন কিউয়ি বোলার জ্যাকব ডাফি (Jacob Duffy)। টিম ইন্ডিয়া (Team India) এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮৫ রানের বড় স্কোর করে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ওপেনার শুভমান গিল (Shubhman Gill) দুর্দান্ত সেঞ্চুরি করেন। দুই ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরির কারণে, ভারত বড় স্কোরে পৌঁছে যায়। তবে ভারতের ইনিংস চলাকালীন আরও একটি সেঞ্চুরি হয়, যা নিউজিল্যান্ডের একজন বোলার করেন।

Advertisement
জ্যাকব ডাফি জ্যাকব ডাফি
হাইলাইটস
  • ১০ ওভারে ১০০ রান খেলেন নিউজিল্যান্ডের বোলার
  • ৯০ রানে হারল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ইন্দোরে লজ্জার রেকর্ড গড়লেন কিউয়ি বোলার জ্যাকব ডাফি (Jacob Duffy)। টিম ইন্ডিয়া (Team India) এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮৫ রানের বড় স্কোর করে। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ওপেনার শুভমান গিল (Shubhman Gill) দুর্দান্ত সেঞ্চুরি করেন। দুই ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরির কারণে, ভারত বড় স্কোরে পৌঁছে যায়। তবে ভারতের ইনিংস চলাকালীন আরও একটি সেঞ্চুরি হয়, যা নিউজিল্যান্ডের একজন বোলার করেন।


নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জ্যাকব ডাফি তৃতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ১০০ রান দিয়ে বসেন। যদিও ভারতের তিনটি উইকেটও নিয়েছেন তিনি। জ্যাকব বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নেন।

আরও পড়ুন: এখনই নয়, কবে-কোথায় হানিমুনে যাচ্ছেন রাহুল-আথিয়া?

জ্যাকব ডাফি ৭টি ছক্কা, ৯টি চার খেয়েছেন তাঁর ১০ ওভারে। পাশাপাশি ২৬টি ডট বলও করেছেন তিনি। একটি ওয়াইড বলও করেছেন তিনি। ভারত ৩৮৫ রান করেছে, ফলে বিপক্ষের বোলারদের রান খাওয়াটা স্বাভাবিক। কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিল, তারপর হার্দিক পান্ডিয়াও জ্যাকব ডাফিকে টার্গেট করেন। তিনি বল করতে এলেই রান করতে থাকেন তাঁরা।  

আরও পড়ুন: রোহিত-গিলদের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় ভারতের

জ্যাকব ডাফি নিউজিল্যান্ডের তৃতীয় বোলার যিনি বোলার হাতে ওয়ানডেতে ১০০ বা তার বেশি রান খেয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান খাওয়ার রেকর্ড রয়েছে টিম সাউদির। ২০০৯ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচেই ১০৫ রান খেয়েছিলেন। 

ওয়ানডে ক্রিকেটের সামগ্রিক রেকর্ডের নিরিখে ১০ ওভারে সবচেয়ে বেশি রান খাওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার মিক লুইসের। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভার বল করে ১১৩ রান করেন। ২০০৬ সালে সেই ঐতিহাসিক ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৮ রানের লক্ষ্য তাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আরও পড়ুন: অবশেষে! ১৬ ইনিংস পর সেঞ্চুরি পেলেন রোহিত

ওয়ানডেতে সবচেয়ে বেশি রান খাওয়া নিউজিল্যান্ডের বোলার

১০৫ রান, টিম সাউদি বনাম ভারত, ২০০৯
১০৫ রান, মার্টিন স্নেডন বনাম ইংল্যান্ড, ১৯৮৩ (১২ ওভার)
১০০ রান, জ্যাকব ডাফি বনাম ভারত, ২০২৩ 
 

Advertisement