scorecardresearch
 

ATK Mohun Bagan: ফাইনালে দক্ষিণাত্যের দলকে হারাতে দক্ষিণের দেবতার শরণে মোহনবাগান কর্তা সঞ্জীব

দলের ম্যাচ কলকাতায় থাকলেই যুবভারতীতে ছুটে আসেন অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচের আগেই তাঁকে পকেট থেকে কোন একটা ছবি বের করে প্রণাম করতে দেখা যায়। মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ও হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে সেমিফাইনালে তাঁকে দেখা গিয়েছিল কোনও ছবিতে প্রণাম করতে। তবে কাকে ভগবান হিসেবে মানেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

Advertisement
সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা
হাইলাইটস
  • শনিবার ফাইনাল
  • মোহনবাগানের সামনে বেঙ্গালুরু

দলের ম্যাচ কলকাতায় থাকলেই যুবভারতীতে ছুটে আসেন অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচের আগেই তাঁকে পকেট থেকে কোন একটা ছবি বের করে প্রণাম করতে দেখা যায়। মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ও হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে সেমিফাইনালে তাঁকে দেখা গিয়েছিল কোনও ছবিতে প্রণাম করতে। তবে কাকে ভগবান হিসেবে মানেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

আইএসএল-কে দেওয়া সাক্ষাৎকারে হায়দরাবাদ ম্যাচ জিতে এটিকে মোহনবাগান কর্তা পকেট থেকে সেই ছবি বের করে বলেন, ' এই হল আমার সেই ছবি। (তিরুপতি মন্দিরের তিরুপতি বালাজির ছবি দেখান)।' এরপর ফাইনালের জন্য সমর্থকদের সমর্থন চান সঞ্জীব গোয়েঙ্কা। গোয়ায় এসে দলকে সমর্থন করার আহ্বান জানান এটিকে মোহনবাগান কর্তা। তিরুপতি বালাজির আশীর্বাদ নিয়েই ফাইনাল জিততে চান সঞ্জীব গোয়েঙ্কা। সেমিফাইনালে হায়দরাবাদ এফসিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান। অন্যদিকে টাইব্রেকারেই মুম্বই সিটি এফসিকে জয় পায় বেঙ্গালুরু এফসিও। শনিবারের ফাইনাল তাই আলাদা উত্তেজনা রয়েছে। সুনীল ছেত্রীদের সঙ্গে বরাবরই কঠিন লড়াই হয় মোহনবাগানের। তবে পেত্রাতোস, হুগো বুমোসরা দারুণ আশাবাদী।

আরও পড়ুন: মোহনবাগান ম্যাচে রেকর্ড দর্শক, 'রিমুভ ATK' আন্দোলনের কী হল?

দুই দলই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এবারের ফাইনালে উঠেছে। চোট আঘাত সমস্যায় জর্জরিত হয়েছে মোহনবাগান। একের পর এক ফুটবলারকে ছেড়েও দিতে হয়েছে। মরশুমের মাঝে এত পরিবর্তন সমস্যায় ফেলছিল জুয়ান ফেরান্দোর ছেলেদের। কেরল ব্লাটার্সকে হারিয়েই ছন্দে ফেরে মোহনবাগান। একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় এটিকে মোহনবাগান।  

আরও পড়ুন: মোহনবাগান ম্যাচে মেগা বিনোদন, ISL ফাইনালে টিকিটের দাম কত-কী কী থাকছে?

একই ভাবে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেই সুনীল ছেত্রীর বিতর্কিত গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। এরপর সেমিফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে টানটান লড়াইয়ে জিতে ফাইনালে ওঠে বেঙ্গালুরু। শনিবার ফতোদরায় মুখোমুখি হতে চলা দুই দল যাদের হারিয়ে ফাইনালে উঠে এল তারাই আইএসএল-এর লিগ পর্যায়ের সেরা দুই দল। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। আর দ্বিতীয় স্থানে ছিল হায়দরাবাদ। এরা সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পায়। 

Advertisement

Advertisement