টানা ভাল পারফরম্যান্স করার পুরস্কার পাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টিম ইন্ডিয়ার (Team India) মিডিল অর্ডার ব্যাটার এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং এ দুই নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) পেছনে ফেলে দিয়েছেন তিনি। যদিও শীর্ষে রয়েছেন আরও একজন পাকিস্তানি ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান।
দারুণ ছন্দে সূর্যকুমার
এশিয়া কাপ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সবেতেই দারুন ছন্দে রয়েছেন সূর্যকুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দল হিসেবে ভারতও এক নম্বর জায়গা ধরে রেখেছে।
আরও পড়ুন: যুবরাজ-ফ্লিন্টফ ঝামেলা মনে আছে? T20 বিশ্বকাপে বারবার তপ্ত হয়েছে বাইশ গজ
আরও নীচে নামলেন বাবর
৮৬১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছেন রিজওয়ান। সেখানে ৮০১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সূর্য। বাবর আজম ৭৯৯ পয়েন্ট নিয়ে আরও এক ধাপ নিচে নেমে গিয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে সেরা দশের তালিকায় সূর্য ছাড়া আর কোন ভারতীয় নেই।
আরও পড়ুন: বিস্কুট বনাম কুকুর! ধোনি এবং গম্ভীরের ভক্তদের মধ্যে জোর লড়াই সোশ্যাল মিডিয়ায়
১৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর রেটিং পয়েন্ট ৬১৩। বিরাট কোহলি ১৫ নম্বরে নেমে এসেছে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬০৬। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছেন কে এল রাহুল এবং রিষভ পন্ত। দু'জনেই চার ধাপ নিচে নেমে গিয়েছেন। ২২ নম্বরের রয়েছেন রাহুল আর ৭০ নম্বরে পন্ত।
উন্নতি করেছেন অক্ষর প্যাটেলও
ভাল পারফর্ম করেছেন অক্ষর প্যাটেল। তবে সেরা দশে আসতে পারেননি তিনি। ভারতীয়দের মধ্যে বোলারদের তালিকায় সেরা দশে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ১০ নম্বরেই রয়েছেন তিনি। অক্ষর প্যাটেল ১৮ নম্বরে রয়েছেন। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোটের কারণে বাদ পড়েছেন। শুধু দক্ষিণ আফ্রিকার সিরিজ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেই তিনি। তাঁর জায়গাতেই দলে এসেছে অক্ষর। তাই টানা ভাল পারফর্ম করে যেতে পারলে আরও ওপরের দিকে ওঠার সুযোগ থাকবে ভারতের এই স্পিনারের সামনে। শুধু তাই নয়, ভারতীয় দলেও তাঁর জায়গা আরও পাকা হবে।