Lionel Messi: PSG-র কাছে ক্ষমা চাইলেন মেসি! ফিরতে পারবেন দলে?

ক্ষমা চাইলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ক্লাব পিএসজির (PSG) বারণ সত্ত্বেও তাদের না জানিয়ে সপরিবার সৌদি আরব গিয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। এর জেরেই প্যারিসের ক্লাবের পক্ষ থেকে দু’সপ্তাহের জন্য মেসিকে নির্বাসিত করা হয়। নির্দেশে বলা হয়েছিল, এই দু'সপ্তাহ পিএসজির হয়ে কোন ম্যা চও খেলতে পারবেন না মেসি। এমনকি দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারবে না তিনি। আর এই নিয়ে অবশেষে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তারকা ফুটবলার। 

Advertisement
PSG-র কাছে ক্ষমা চাইলেন মেসি! ফিরতে পারবেন দলে?লিওনেল মেসি

ক্ষমা চাইলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ক্লাব পিএসজির (PSG) বারণ সত্ত্বেও তাদের না জানিয়ে সপরিবার সৌদি আরব গিয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। এর জেরেই প্যারিসের ক্লাবের পক্ষ থেকে দু’সপ্তাহের জন্য মেসিকে নির্বাসিত করা হয়। নির্দেশে বলা হয়েছিল, এই দু'সপ্তাহ পিএসজির হয়ে কোন ম্যা চও খেলতে পারবেন না মেসি। এমনকি দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারবে না তিনি। আর এই নিয়ে অবশেষে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তারকা ফুটবলার। 

নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় মেসি বলেন, ‘দলের সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।‘ প্রসঙ্গত, সৌদি সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেসি। আর সেই বিজ্ঞাপনী শুটিংয়ের জন্যই তিনি সৌদি আরব যান তিনি। কিন্তু ক্লাবকে কিছুই জানাননি তিনি। ভিডিওতে মেসি বলেন, "ভেবেছিলাম ম্যাচের পরদিন অনুশীলনে বিরতি থাকবে। যেমনটা আগের সপ্তাহে হয়েছিল। এর আগেও আমি সৌদি সফর বাতিল করেছিলাম। কিন্তু এবার তা করতে পারিনি। ক্ষমা চেয়ে নিলাম। এখন ক্লাবের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি।‘ 

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে খুলছে 'পানশালা', সুরায় মজবেন সদস্যরা? খোঁচা মোহনবাগানের

এদিকে মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন রয়েছে।শোনা যাচ্ছে, রোনাল্ডোর মতো সৌদির ক্লাবেও যেতে পারেন। মেসিকে নিজেদের দলে পেতে আগ্রহী সৌদির আল হিলাল ক্লাব। সূত্রের খবর অনুযায়ী, এক মাস আগেই মেসিকে আল হিলাল বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রস্তাব করে। সেই দিকে খানিক এগিয়ে মেসি। 

আরও পড়ুন: 'দলের কথা কোম্পানি জানে', ইস্টবেঙ্গলের দলগঠন নিয়ে বিস্ফোরক নীতু

তবে শুধু আল হিলাল নয়, এমএলেস এর ইন্টার মিয়ামি দল এবং পুরোনো ক্লাব বার্সেলোনায় প্রস্তাব দিয়েছে। এখন দেখার কোন দিকে পা বাড়ান লিও। মনে করা হয়েছিল, মেসি হয়ত তাঁর পুরনো ক্লাব বার্সেলোনায় চলে যেতে পারেন। তবে পিএসজি-র কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় তাঁর প্যারিসের ক্লাবে থাকার সম্ভাবনা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই বছরেই আর্জেন্টাইন তারকার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে তাঁর সঙ্গে নতুন করে প্যারিসের ক্লাব চুক্তি করে কিনা সেটাই এখন দেখার। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement