scorecardresearch
 

Lionel Messi: G.O.A.T লিওনেলও, মারাদোনা-পেলের পাশেই এবার মেসির মূর্তি

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা (Argentina Football Team)। এই বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের তিন মাস পেরিয়ে গেলেও এখনও চলছে সেলিব্রেশন। এবার বিশ্বের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে (Lionel Messi) সম্মান জানিয়ে তাঁর মূর্তি উন্মোচন করল দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)

Advertisement
লিওনেল মেসির পাশে তাঁর মূর্তি লিওনেল মেসির পাশে তাঁর মূর্তি
হাইলাইটস
  • বিশেষ সম্মান পেলেন মেসি
  • বিশ্বকাপ জেতায় সম্মান

৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা (Argentina Football Team)। এই বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের তিন মাস পেরিয়ে গেলেও এখনও চলছে সেলিব্রেশন। এবার বিশ্বের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে (Lionel Messi) সম্মান জানিয়ে তাঁর মূর্তি উন্মোচন করল দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে কনমেবলের সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ হাতে মেসির মূর্তি উন্মোচন করা হয়। মেসি নিজেই তাঁর মূর্তি উন্মোচন করেছেন। কনমেবলের সদর দপ্তরে দুই কিংবদন্তি পেলে ও মারাদোনার পাশে ঠাঁই পাচ্ছে মেসির এই মূর্তি। মূর্তি উন্মোচনের পর নিজের অনুভূতি জানিয়ে এলএম১০ বলেন, ‘আমরা খুবই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় ব্যাপার। আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল–আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করে যাওয়া। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসে এসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা চালিয়ে গিয়েছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।’ 

আরও পড়ুন: দেশের হয়ে আরও গোল করতে চাই, বলছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী

তবে ফুটবল জীবনের পুরোটাই যে এমন মধুর নয়, তাও জানিয়েছেন মেসি। অনেক হতাশার মধ্যে দিয়েও যেতে হয়েছে মেসিকে। বারেবারে হারতে হলেও সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে চেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি বলেন, 'আমাকে অনেক হতাশার মধ্য দিয়েও যেতে হয়েছে। অনেক বার হেরে গিয়েছি, তবুও আমি পেছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে গিয়েছি। আমি সব সময়ই জয়ের জন্য মরিয়া থেকেছি। স্বপ্নের জন্য লড়লে, সবকিছুই করা সম্ভব। এটাই আমাদের জন্য সবচেয়ে সুন্দর ব্যাপার।’

Advertisement

আরও পড়ুন: মেসি-এমবাপে, দুই তারকাকেই রাখতে চায় PSG

এই অনুষ্ঠানে শুধু মেসি নয়, আর্জেন্টিনার ফুটবল দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তাঁদেরকেও সম্মান জানায় দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।  
   

Advertisement