নতুন বছরের শুরুতেই সুখবর ফুটবলপ্রেমীদের জন্য। আবারও দেখা যেতে পারে লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বৈরথ। নতুন বছরে সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr FC) যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। অন্যদিকে পিএসজি-তে (PSG) খেলছেন মেসি। বিশ্বকাপে দেখা হয়নি দুই মহাতারকার। বিশ্বকাপ জিতেছেন মেসি। সেমি ফাইনালে হেরে বিদায় নিয়েছে রোনাল্ডোর পর্তুগাল।
মেসির পিএসজির সঙ্গে সৌদি আরবের আল নাসেরের খেলা হবে কী করে?
মরশুমের মাঝেই ১৯ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে আসার কথা রয়েছে মেসির পিএসজি-র। সেই সময়, আল হিলাল ও আল নাসেরের মিলিত সঙ্গে ম্যাচ খেলবেন নেইমার-মেসিরা। সৌদি আরবের দুই ক্লাবের সম্মিলিত দলে থাকার সম্ভাবনা প্রবল রোনাল্ডোর। তাই ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: পিকের সঙ্গে ১২ বছরের সম্পর্কে ইতি শাকিরার, পরকীয়া? ইঙ্গিত পপস্টারের
সৌদি আরবের ক্লাবে সই করার পরেই সিআর সেভেন জানিয়ে দেন, নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। তবে সময়টা ভাল যাচ্ছে না সি আর সেভেনের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ায় মরশুমের মাঝেই ক্লাব ছড়তে হয়েছে রোনাল্ডোকে। ক্লাবের পর জাতীয় দলেও বিতর্ক তৈরি হয়।
স্যান্টোসের সঙ্গে বিতর্ক
পর্তুগালের জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো। এবারের বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোকে শুরু থেকে নামাননি তৎকালীন পর্তুগাল কোচ। আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে জেতানো গঞ্জালো র্যমসকে খেলান শুরু থেকে খেলান স্যান্টোস। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দল জিতলেও তাঁকে তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। এরপর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও নামার সুযোগ পাননি রোনাল্ডো। এরপর মরক্কোর বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে।
আরও পড়ুন: ৭৭-এর স্মৃতি তোরণে, পেলেকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ মোহনবাগানের
বিশ্বকাপ জিতেছেন মেসি
ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। স্বপ্নের ফর্মে ছিলেন মেসি ও এমবাপে। ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি ফরাসি তারকা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হয় হাসিল করে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।