scorecardresearch
 

Junior Malinga, IPL 2022: অভিষেক ম্যাচেই সফল, জুনিয়র মালিঙ্গার প্রশংসায় ধোনিও

সিএসকে অধিনায়ক এমএস ধোনিও এই তরুণ বোলারের প্রশংসা করেছেন। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই অ্যাকশনে পাথিরানার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মনে করি পাথিরানা একজন দুর্দান্ত ডেথ বোলার, কিছুটা মালিঙ্গার মতো। এই ধরনের অ্যাকশনের কারণে খুব বেশি বাউন্স পায় না, তবে দারুণ স্লোয়ার দেয় ও।'' কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আহত অ্যাডাম মিলনের বদলি হিসেবে মাথিশা পাথিরানাকে সিএসকে দলে নেওয়া হয়েছিল।

Advertisement
মাথিশা পাথিরানা মাথিশা পাথিরানা
হাইলাইটস
  • দুটি উইকেট জুনিয়র মালিঙ্গার
  • প্রশংসা করলেন ধোনি

চেন্নাই সুপার কিংস (CSK) ফাস্ট বোলার মাথিশা পাথিরানা আইপিএল অভিষেকেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। পাথিরানা তাঁর অভিষেক ম্যাচে শুভমান গিলকে আউট করেন। ১৭ বলে মাত্র ১৮ রান করে আউট হন গিল। তবে শুধু গিলের উইকেট নয়। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উইকেটও নিয়েছেন মাথিশা। স্লোয়ার বলে হার্দিককে বোকা বানিয়ে উইকেট তুলে নেন তিনি। তবে সবচেয়ে উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, এই তরুণ বোলারের অ্যাকশন। তাঁর বল করার ভঙ্গী মনে করিয়ে দেয় শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার লসিথ মালিঙ্গাকে। 

মাথিশা পাথিরানা ৩.১ ওভার বল করে ২৪ রান দিয়ে দুটি উইকেট নেন। তিনি ক্রিকেট বিশ্বে 'জুনিয়র মালিঙ্গা' নামে বিখ্যাত হয়েছেন। ১৯ বছর বয়সী মাথিশা পাথিরানা ২০২০ এবং ২০২২ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। 

প্রশংসা করেছেন ধোনি

সিএসকে অধিনায়ক এমএস ধোনিও এই তরুণ বোলারের প্রশংসা করেছেন। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই অ্যাকশনে পাথিরানার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মনে করি পাথিরানা একজন দুর্দান্ত ডেথ বোলার, কিছুটা মালিঙ্গার মতো। এই ধরনের অ্যাকশনের কারণে খুব বেশি বাউন্স পায় না, তবে দারুণ স্লোয়ার দেয় ও।'' কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আহত অ্যাডাম মিলনের বদলি হিসেবে মাথিশা পাথিরানাকে সিএসকে দলে নেওয়া হয়েছিল।

সিএসকে হারিয়েছে গুজরাত

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১৩৩ রান করে। ঋতুরাজ গায়কওয়াড় সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন এবং ৩৯ রান করে অপরাজিত থাকেন এন. জগদীশান। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মহম্মদ শামি। 

আরও পড়ুন: প্লে-অফে প্রায় নিশ্চিত রাজস্থান, KKR-এর আশা আছে?

আরও পড়ুন: CSK-কে একাই হারালেন ঋদ্ধিমান, ফের হাফসেঞ্চুরি বঙ্গসন্তানের

জবাবে গুজরাত টাইটানস ১৮.৫ ওভারে তিন উইকেটে ১৩৭ রান করে ম্যাচ জিতে নেয়। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সর্বোচ্চ অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন।  ম্যাথু ওয়েড ২০ ও শুভমান গিল ১৮ রান করেন। চেন্নাই সুপার কিংসের হয়ে মহিষ তীক্ষনা সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন। 

Advertisement