GT vs RCB, IPL 2022: উইকেট হারিয়ে ক্ষিপ্ত ওয়েড, ভাঙচুর চালালেন ড্রেসিংরুমে, VIDEO

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে ম্যাচে আম্পায়ার ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউ আউট করেছিলেন, যার কারণে ওয়েড খুশি ছিলেন না। এর পর তিনি সাজঘরে ভাঙচুর চালান। 

Advertisement
উইকেট হারিয়ে ক্ষিপ্ত ওয়েড, ভাঙচুর চালালেন ড্রেসিংরুমে, VIDEOম্যাক্সওয়েলের সঙ্গে ঝামেলা ওয়েডের
হাইলাইটস
  • ক্ষিপ্ত ওয়েড
  • আউট হয়ে ভাঙচুর করলেন ড্রেসিংরুমে

বৃহস্পতিবার আইপিএল-এর ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু ওয়েড (Matthew Wade) আউট হওয়ার পরে, রেগে যান এবং ড্রেসিং রুম ভাঙচুর করেন। বর্তমানে গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন ওয়েড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (BCCI) ওয়েডের এই আচরণে ক্ষুব্ধ। তাঁরাও এই অজি ক্রিকেটারকে তিরস্কার করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে ম্যাচে আম্পায়ার ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউ আউট করেছিলেন, যার কারণে ওয়েড খুশি ছিলেন না। এর পর তিনি সাজঘরে ভাঙচুর চালান। 

ম্যাথু ওয়েডকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তিরস্কার করেছে বোর্ড

এমন পরিস্থিতিতে ম্যাথু ওয়েডকে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় বোর্ড তাঁকে তিরস্কার করেছে। শুধু তাই নয় শাস্তিও পেতে হতে পারে ওয়েডকে। লেভেল-১ এর অধীনে আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ম্যাথু ওয়েডও নিজের ভুল স্বীকার করেছেন। এটাকে সতর্কবার্তাও বলা যেতে পারে। তবে ফের এমন ঘটনা ঘটলে ওয়েডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারেন বিসিসিআই। 

আসলে গুজরাটের ইনিংসের ষষ্ঠ ওভারে যখন গ্লেন ম্যাক্সওয়েল বল করতে আসেন, তখন দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট হন ম্যাথু ওয়েড। ওয়েড নিজের উইকেট বাঁচাতে রিভিউ (DRS) নেন, তাতেও সিদ্ধান্ত বদলায়নি। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওয়েড। প্রথমে কথা বলেন বোলার ম্যাক্সওয়েলের সঙ্গে। পরে প্যাভিলিয়নে যাওয়ার সময় তাঁকে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গেও কথা বলতে দেখা যায়। 

কিন্তু ড্রেসিংরুমে ম্যাথু ওয়েড পৌঁছতেই তান্ডব শুরু হয়। সাজঘরে পৌঁছে প্রথমেই তিনি রেগে হেলমেটটি ছুড়ে দেন, এরপর ব্যাটটিও মাটিতে পড়ে। এমনকি ম্যাথু ওয়েডকেও ব্যাট হাতে অনেক কিছু ভাঙতে দেখা গেছে। ম্যাথিউ ওয়েডের এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন: অবশেষে! ফর্মে ফিরে আবেগতাড়িত স্পিচ বিরাটের, কী বললেন?

আরও পড়ুন: দুর্ধর্ষ ৭৩ করে ফর্মে ফিরলেন কোহলি, প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB

Advertisement

গুজরাতকে ৮ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত দল ৫ উইকেটে ১৬৮ রান করে। দলের পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪৭ বলে ৬২ রান করেন। শেষ পর্যন্ত ৬ বলে ১৯ রান করেন রশিদ। জবাবে ব্যাঙ্গালোর দল ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান করে  এবং ম্যাচটি 8 উইকেটে জিতে নেয়। বিরাট কোহলি ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন।

POST A COMMENT
Advertisement