scorecardresearch
 

Virat Kohli, IPl 2022: অবশেষে! ফর্মে ফিরে আবেগতাড়িত স্পিচ বিরাটের, কী বললেন?

বলা যায় এই ইনিংস দিয়েই কোহলি এখন ফর্মে ফিরেছেন। ম্যাচ জেতানো ইনিংসের পর কোহলিও আবেগঘন ভাষণ দেন। বললেন, 'ম্যাচের আগে দিনে দেড় ঘণ্টা অনুশীলন করেছি। ম্যাচের প্রথম বল খেলার পরই মনে হয়েছিল আজ অন্যরকম কিছু হতে যাচ্ছে। আমি বোলারদের মাথার উপর দিয়ে শট খেলতে পারি।''

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি
হাইলাইটস
  • ফর্মে ফিরলেন বিরাট
  • গুজরাতকে হারাল ব্যাঙ্গালোর

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলছেন। তিনি দীর্ঘদিন ব্যাটে রান পাচ্ছিলেন না, কিন্তু বৃহস্পতিবার তিনি গুজরাত টাইটানসের (GT) বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। দারুণ ব্যাট করে জিতিয়েছেন দলকে।


বলা যায় এই ইনিংস দিয়েই কোহলি এখন ফর্মে ফিরেছেন। ম্যাচ জেতানো ইনিংসের পর কোহলিও আবেগঘন ভাষণ দেন। বললেন, 'ম্যাচের আগে দিনে দেড় ঘণ্টা অনুশীলন করেছি। ম্যাচের প্রথম বল খেলার পরই মনে হয়েছিল আজ অন্যরকম কিছু হতে যাচ্ছে। আমি বোলারদের মাথার উপর দিয়ে শট খেলতে পারি।''

দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে খুশি কোহলি 


কোহলি বলেন, 'এই ম্যাচটা আমাদের জিততেই হত। একটি অনুষ্ঠানে, আমি বলেছিলাম যে একমাত্র জিনিস যা আমাকে কষ্ট দেয় তা হল আমি দলের জন্য কিছুই করতে পারিনি। আজ আমি খুব খুশি যে আমি আমার দলকে জয়ের পথে নিয়ে এসেছি। এত বছর ধরে খেলার ফলে, আমার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।  তাই শুধু কঠোর পরিশ্রম করে যেতে হবে।'' 

প্রাক্তন আরসিবি অধিনায়ক কোহলি বলেছেন, ''গতকাল আমি ৯০ মিনিট নেট অনুশীলন করেছি। আমি প্রতিটি বলেই স্পষ্ট বুঝতে পেরেছিলাম। আজ ভাল খেলতে পারব। ২০১৪ সালেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল, আমি শুধু চাই আমার দল ম্যাচ জিতুক।'' 

'আমার কোনো অভিযোগ বা অনুশোচনা নেই'

কোহলি বলেছেন, 'যখন আমি মহম্মদ শামির প্রথম বলটি খেলেছিলাম, তখন আমার মনে হয়েছিল আজ অন্যরকম কিছু। আমি শট খেলতে পারি। প্রথম শট থেকেই আমি জানতাম যে আজ আমাকে আমার শট খেলতে হবে। আমার কোনও অভিযোগ বা অনুশোচনা নেই। এমন ভক্তদের পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।''

Advertisement

আরও পড়ুন: দুর্ধর্ষ ৭৩ করে ফর্মে ফিরলেন কোহলি, প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB

আরও পড়ুন: মাঠেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন রিঙ্কু, KKR-LSG ম্যাচের যে ছবি VIRAL

গুজরাতকে ৮ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত দল ৫ উইকেটে ১৬৮ রান করে। দলের পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪৭ বলে ৬২ রান করেন। শেষ পর্যন্ত ৬ বলে ১৯ রান করেন রশিদ। জবাবে ব্যাঙ্গালোর দল ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান করে  এবং ম্যাচটি 8 উইকেটে জিতে নেয়। বিরাট কোহলি ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন।

Advertisement