চেন্নাই সুপার কিংসের (CSK) ব্যাটসম্যান মঈন আলী শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) এক ঝকঝকে ইনিংস খেলেছেন। রাজস্থান রয়্যালস (RR) বোলারদের ভয়ানক পিটিয়েছেন তিনি। মাত্র ১৯ বলে ৫০ রান করে ফেলন ইংরেজ এই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্সের পর এটাই ছিল দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৫০ রান করেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)।
তবে হাফ সেঞ্চুরি করার পর মঈনের রানের গতি কমে যায় ফলে পরের দিকে তিনি তেমন দ্রুত রান করতে পারেননি। মইন ৫৭ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ৯৩ রান করেন। এটাই আইপিএল কেরিয়ারে তাঁর সর্বোচ্চ স্কোর। ওবেদ ম্যাককয়ের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে আউট হন মঈন আলি।
বোল্টের ওভারে ২৬ রান
মঈন আলী ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের এক ওভারে ২৬ রান নেন। ইনিংসের ওই ষষ্ঠ ওভারে মঈন প্রথম বলেই ছক্কা হাঁকানোর পর বাকি বলগুলোও বাউন্ডারিতে পাঠিয়ে দেন। মঈন তাঁর ঝড়ো ইনিংস চলাকালীন ডেভন কনওয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন। ১৬ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন কনওয়ে।
আট কোটি টাকায় বিক্রি হয়েছেন মঈন
আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে মঈন আলিকে চেন্নাই সুপার কিংস ৮ কোটি টাকায় ধরে রেখেছিল। গত মরশুমে চতুর্থবার আইপিএল ট্রফি জেতে চেন্নাই সুপার কিংস। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মঈন। মঈন আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫ ম্যাচে ৩৫৭ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: বিরাটের প্লে-অফ ভাগ্য রোহিতের হাতে, বিজয় মালিয়ার পুরনো ট্যুইটে শোরগোল
আরও পড়ুন: বাবা বাড়িতে গ্যাস দিতেন-টেবিল মুছতেন রিঙ্কু, তিনিই আজ KKR-এর সম্পদ
রাজস্থান রয়্যালস (প্লেয়িং ইলেভেন): যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেট কিপার), দেবদত্ত পাডিকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাণন্দন কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়।
চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন): ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, আম্বাতি রায়ডু, এন জাগদিসান, এমএস ধোনি (অধিনায়ক/উইকেট কিপার), মিচেল স্যান্টনার, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিং, মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী।