
ফুটবল হোক কিংবা ক্রিকেট, মোহনবাগানের পালতোলা নৌকা তরতরিয়ে এগিয়ে চলেছে। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে আজ ক্যালকাটা কাস্টমস ক্লাবকে ১৭ রানে পরাস্ত করল মোহনবাগান এসি। বাগানের হয়ে সর্বোচ্চ রান করেন মনোজ তিওয়ারি (৬১)।
গোটা দেশে কোভিড পরিস্থিতি আপাতভাবে স্বাভাবিক হওয়ার পর এই প্রথমবার কোনও টুর্নামেন্টের আয়োজন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ম্যাচ শুরুর আগে মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেছিলেন, "প্রায় আট মাস বাদে আমরা আবারও ক্রিকেটে ফিরতে পারছি। এরথেকে ভালো কিছু আর হতে পারে না। এমন একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।"
যাইহোক আজ বিকেলবেলা ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান এসি। বাগানের শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার সৌরভ সিং (৭) এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (১) তাড়াতাড়ি ফিরে গেলেন। এরপর দলের অপর ওপেনার বিবেক সিংকে সঙ্গী করে দলের স্কোরবোর্ড সচল রাখেন বাগানের তারকা ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। ৭.৫ ওভারে দলের ৫০ রানের মাথায় ফিরে গেলেন বিবেক (৩৫)। এরপর শিবম শর্মা এবং দেবব্রত দাসের সঙ্গে ছোটো ছোটো পার্টনারশিপ গড়ে তোলেন মনোজ। ২১ বলে ১৬ রান করেন শিবম। ১৭.৫ ওভারে ঘটল অঘটন! বাপি মান্নার বলে করণ লালের হাতে ক্যাচ তুলে ফিরে গেলেন মনোজ তিওয়ারি। আজ মনোজের ব্যাট থেকে ৩৯ বলে ৬১ রানের ধামাকাদার ইনিংস বেরিয়ে আসে। তিনি নিজের এই ইনিংসটি পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন। স্ট্রাইক রেট ১৫৬। ইনিংসের শেষে অপরাজিত থাকেন দেবব্রত দাস (১৬) এবং প্রিন্স যাদব (১০)। নির্ধারিত ২০ ওভারে মোহনবাগান পাঁচ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে।
ক্যালকাটা কাস্টমসের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন বাপি মান্না। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন করণ লাল, অভিলাস সেমিওয়াল এবং শ্রেয়ান চক্রবর্তী।
এরপর ব্যাট করতে নামে ক্যালকাটা কাস্টমস। শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত তারা সেই রানের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ৬০ বলে ৫৫ রান করেন ওপেনার অভিষেক দাস। তাঁর এই ইনিংসে পাঁচটি বাউন্ডারি রয়েছে। তাঁকে যোগ্য সঙ্গত দেন চিরাগ পাঠক এবং শুভঙ্কর বল। দুজনেই ২৩ রান করেন। মিডল অর্ডারে ১১ বলে ১৭ রান করলেন সুমন্ত গুপ্ত। এছাড়া বাকিরা কেউ পাঁচের বেশি রান করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ক্যালকাটা কাস্টমস ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে।
বাগানের হয়ে জোড়া উইকেট তুলে নিয়েছেন সায়ন ঘোষ এবং সন্দীপন দাস। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আকাশদীপ এবং প্রিন্স যাদব।