মোহনবাগান কোচ ডার্বি ম্যাচ ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। তারপরই সাংবাদিক সম্মেলনে ক্লাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন কোচ হোসে মলিনা। আর এবার গোয়ার হোটেল থেকে মধ্যরাতে বেরিয়ে গেলেন তিনি। সঙ্গে সবুজ মেরুন খেলোয়াড়রা এবং সাপোর্ট স্টাফও।
শনিবার দুপুরে কলকাতার ফ্লাইট ধরার কথা থাকলেও শুক্রবার মধ্য়রাতেই গোয়া ছেড়েছেন হোসে মলিনা। জানা গিয়েছে, শনিবার সকালেই তিনি কলকাতা পৌঁছেছেন। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই হোসে মলিনার ভুল রণকৌশলকে দায়ী করছেন সবুজ মেরুন সমর্থকদের অধিকাংশ। সমালচোনায় বিদ্ধ কোচ। মোহনবাগান শিবিরে তৈরি হয়েছে অসন্তোষ, দেখা দিয়েছে ফাটলও। তবে এই আবহে কোচের পদ থেকে মলিনা পদত্যাগ করবেন কি না, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি কর্তৃপক্ষ।
ম্যাচ জিততে না পারলে বিদায়। সুপার কাপের অঙ্কটা প্রথম থেকেই স্পষ্ট ছিল। তবুও ম্যাচ বের করতে কেন ছয় কেন সমস্যা হল মলিনার? প্রশ্ন উঠছেই। এই নিয়ে যখন সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল তখনই সাংবাদিক সম্মেলনে বোমা ফাটান মলিনা। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ বলেন, ''সই ম্যানেজমেন্ট করিয়েছে। আমি একজন বিদেশি মিডফিল্ডার সই করাতে চেয়েছিলাম, ম্যানেজমেন্ট করতে দেয়নি! ইস্টবেঙ্গল ভালো ফুটবলার সই করেছে বলে তারা উন্নতি করেছে।' আধুনিক ফুটবলে, কোচের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়। সেখানে মলিনার এমন বক্তব্য আলোড়ন ফেলে দেয় রাতারাতি।
চলতি মরশুমে IFA শিল্ড ছাড়া কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি মোহনবাগান। দেশের সেরা ক্লাবের তকমা ধরে রাখতে ব্যর্থ দল। ফলে বিতর্ক বাড়ছে। ISL-এর ভবিষ্যৎ কী তা এখনও জানা যায়নি। তবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলে মলিনা তাঁর চাকরি টিকিয়ে রাখতে পারবেন কিনা সেটাই এখন দেখার।