ক্লাবের পরিকাঠামোর উন্নয়ন, যুব দলের জন্য ক্রাউড ফান্ডিং-এর পথে হাঁটছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। এই কথা গতকালই ঘোষণা করেছিল লাল-হলুদ ক্লাব। এরপর থেকেই নানা মহল থেকে নানা কটাক্ষ শুরু হয়েছে। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা ইস্টবেঙ্গলের অ্যাকাউন্টে ১ টাকা করে পাঠাচ্ছেন।
কেন ১ টাকা করে পাঠাচ্ছেন মোহনবাগান সমর্থকরা?
যে সময় কোয়েসকে ইনভেস্টর করে এনেছিল ইস্টবেঙ্গল, সেই বছরেই মোহনবাগান সমর্থকদের ভিখারি বলে কটাক্ষ করতে থাকেন লাল-হলুদ সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের অভিযোগ, সেই সময় তাঁদের দেখলেই ১টাকা করে ছুড়ে দিতেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। আর এবার যখন ইস্টবেঙ্গল সাধারণ সমর্থকদের কাছেই ক্লাব হাত পাতছে সেই সময় তাই ১টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। শুধু ১ টাকা ওই অ্যাকাউন্টে পাঠানো নয়, ফেসবুকে তার স্ক্রিনশটও শেয়ার করেছেন মেরিনার্সরা। অনেকে আবার এই এক টাকা দিয়ে, সার্টিফিকেটও চেয়েছেন।
আরও পড়ুন- অর্থের অভাব, এবার ক্লাব চালাতে ক্রাউড ফান্ডিং করবে ইস্টবেঙ্গল
অসন্তোষ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের একাংশ
ক্লাবের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন লাল-হলুদ সমর্থকদের একাংশ। এই টাকা সঠিক কাজে ব্যয় নাও হতে পারে বলে আশঙ্কা তাঁদের। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মতে, ‘কাদের কাছে টাকা দেব? হিসেব কে রাখবে?’ যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই অ্যাকাউন্টে টাকা দেবেন, তাঁরা শংসাপত্র পাবেন। ফলে সেটা যদি হয়, তবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই।
আরও পড়ুন: KKR-র বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে লখনউ, দেখুন কেমন লাগছে ক্রুণালদের
কীভাবে খরচ করা হবে এই টাকা?
প্রয়োজনে এই অর্থ সিনিয়র দলের কাজেও ব্যবহার করা হতে পারে। সেটা যদিও ঠিক করবে ইমামি ইস্টবেঙ্গল বোর্ড। প্রাথমিক ভাবে এই অর্থ ব্যবহার করা হবে অ্যাকাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তবে ইনভেস্টর থাকতে কেন নতুন করে ক্রাউড ফান্ডিং-এর পথে হাঁটতে হচ্ছে ইস্টবেঙ্গলকে? আসলে, ইনভেস্টর হলেও ইমামির খুব বেশি টাকা লাল-হলুদের দল গঠনে দেওয়ার ক্ষমতা নেই। সেই জন্যই এই পথে যেতে বাধ্য হলেন ক্লাব কর্তারা। ইমামি যে টাকা খরচ করছে সেই বাজেটের দল গড়ে মোহনবাগানের সঙ্গে লড়াই করা বেশ কঠিন।