Ravindra Jadeja MS Dhoni Fight: ম্যাচের পরই ধোনি-জাদেজা ঝামেলা, ক্যাপ্টেন কুলের রাগ দেখে অবাক নেটিজেনরা; VIDEO

শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৭৭ রানে জয় পায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Suer Kings)। শুধু জেতা নয়, প্লে অফও নিশ্চিত করে ফেলেছে চেন্নাই। কোয়ালিফায়ার ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্সের (Gujarat Titans)। যদিও এই ম্যাচের পরে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja) এই ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisement
ম্যাচের পরই ধোনি-জাদেজা ঝামেলা, ক্যাপ্টেন কুলের রাগ দেখে অবাক নেটিজেনরা; VIDEOমহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা

শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৭৭ রানে জয় পায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Suer Kings)। শুধু জেতা নয়, প্লে অফও নিশ্চিত করে ফেলেছে চেন্নাই। কোয়ালিফায়ার ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্সের (Gujarat Titans)। যদিও এই ম্যাচের পরে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja) এই ভিডিও ভাইরাল হয়েছে।
 

কীভাবে শুরু হল এই ঝামেলা?
তবে কী কারণে এই দুই খেলোয়াড়ের মধ্যে ঝগড়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক ভিডিও। ভিডিওটি দেখে মনে হচ্ছে জাদেজা কোনও একটা ব্যাপারে খুশি হতে পারেননি। সেই সময় ক্যাপ্টেন কুল ধোনি তাঁকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। এই সময় ধোনিও জাদেজার কাঁধে হাত রাখেন। এরপর দুজনের মধ্যে সমস্যা মিটে যায়।

ম্যাচ শেষ হওয়ার পর প্যাভিলিয়নে ফিরছেন রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি (@IPL)
ম্যাচ শেষ হওয়ার পর প্যাভিলিয়নে ফিরছেন রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি (@IPL)

 
ম্যাচে জাদেজার বোলিং পারফরম্যান্স খুব ভালো ছিল না। তিনি ৪ ওভারে ৫০ রান দিয়ে ফেলেন। জাদেজা পেয়েছেন মাত্র একটি উইকেট। যদিও ব্যাটিং করতে নেমে ৭ বলে ২০ রান রান করেন জাদেজা। মূলত জাডেজার ব্যাটিং-এ ভর করেই ২২৩ রানের পাহাড় গড়ে চেন্নাই।

আরও পড়ুন: অবাককাণ্ড! আউট হয়েছিলেন ডি'কক, আপিলই করল না KKR

জাদেজা অধিনায়ক হিসেবে ব্যর্থ  
আইপিএলের গত মরশুমে চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্ব নেন জাদেজা। যেখানে চেন্নাই শুরুতে 8 ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছিল। এমন পরিস্থিতিতে জাদেজাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে এমএস ধোনিকে আবার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। তা সত্ত্বেও আইপিএলের প্লে অফে উঠতে পারেনি চেন্নাই দল।  
আরও পড়ুন: লড়াই করেও পারলেন না রিঙ্কু, KKR-কে হারিয়েই প্লে অফে LSG

চেন্নাই প্লে অফে ১৪ বারের মধ্যে ১২ বার 
আইপিএল ১৪ মরসুমে চেন্নাই ১২ বার প্লে অফ ম্যাচে জায়গা করে নিয়েছে। এই আইপিএলের ১৪টি ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে ৮টিতে, হেরেছে ৫টিতে। লখনউয়ের বিরুদ্ধে খেলা আইপিএল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এ কারণে উভয় দলকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement