ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) অভিষেকের জন্য। মুম্বই ইন্ডিয়ান্স (MI) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এ পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে, কিন্তু অর্জুন তেন্ডুলকর এখনও সুযোগ পাননি। ভক্তরা আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্স শেষ দুই ম্যাচে অর্জুনকে খেলাতে পারে।
মুম্বই ফ্র্যাঞ্চাইজি সোমবারও অর্জুনের একটি ছবি শেয়ার করেছে, লেখা হয়েছে, 'স্লো বা ফাস্ট ইয়র্কার। মনে হয় অর্জুনের মনে এই দুটোই ঘুরছে।'
অর্জুন তেন্ডুলকরের এই ছবিটি তার বোন সারা তেন্ডুলকর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সারা ইনস্টাগ্রামে খুব সক্রিয় এবং তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। ভক্তরাও অর্জুন তেন্ডুলকরের ছবিতে নানা মন্তব্য করছেন। ভক্তরা, মুম্বই ফ্র্যাঞ্চাইজির কাছেও অনুরোধ করেছেন অর্জুন তেন্ডুলকরকে দলে রাখতে।
PL 2022-এর মেগা নিলামে অর্জুন তেন্ডুলকরকে মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকায় কিনেছিল। গুজরাত টাইটানস অর্জুনকে ২০ লক্ষ টাকায় কেনার জন্য বিড করেছিল। অর্জুনের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা দিয়ে কেনার জন্য বিডও করেছিল। কিন্তু চূড়ান্ত বাজি ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। অর্জুন তেন্ডুলকরও আইপিএল 2021-এ মুম্বই ইন্ডিয়ান্সের দলে ছিলেন, কিন্তু তিনি সেই মরশুমে আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি।
আরও পড়ুন: একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলে হরভজন ও সাইমন্ডস, কবে?
আরও পড়ুন: ফের ধাক্কা KKR-এ, চোটের জন্য ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান
শুধু তাই নয়, চোটের কারণে ২০২১ সালের আইপিএলে তাঁকে দলের বাইরেও থাকতে হয়েছিল। গত বছর মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ২৩ বছর বয়সী ক্রিকেটারের অভিষেক হয়েছিল। সেই সময়ে অর্জুন দুই ম্যাচে মোট দুটি উইকেট নিতে পেরেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর বাবা সচিন তেন্ডুলকরের বিশেষ সম্পর্ক রয়েছে।