কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) বক্সিং-এ ফের সোনা জিতল ভারত। রবিবার গেমসে মহিলা বক্সিং-এ ৫০ কিলোগ্রাম বিভাগে সোনার পদক জিতলেন নিখাত জারিন (Nikhat Zareen)। ফাইনালে নিখাদ জারিন হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। বক্সিংয়ে এই সোনা জয়ের ফলে কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারত পেয়ে গেল ১৭তম সোনা।
রবিবার প্রথম থেকেই দাপট দেখালেন নিখাত জারিন। প্রথম রাউন্ড ১০-৯ ব্যবধানে জিতে নেন নিখাদ। এরপর দ্বিতীয় রাউন্ডেও দাপট দেখান ভারতীয় এই বক্সার। সেই রাউন্ডেও একই ব্যবধানে এগিয়ে যান ভারতের এই বক্সার। এরপর তৃতীয় রাউন্ডেও দাপট বজায় রাখেন তিনি। যার ফলে চলতি বছরে পরপর তিনটি সোনা জিতে নিলেন নিখাত।
আরও পড়ুন: CWG ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে, সোনা জিতল অস্ট্রেলিয়া
অলিম্পিক্সে যেতে পারেননি নিখাত
গত বছর টোকিও অলিম্পিক্সে যেতে পারেননি নিখাত। বাছাই পর্বের ম্যাচে মেরি কমের কাছে হেরে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন নিখাত। এই বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। পাশাপাশি ইউরোপে আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আর এবার কমনওয়েলথ গেমসেও সোনা জিতে নিলেন ভারতের বক্সার। এটাই তাঁর কেরিয়ারের প্রথম কমনওয়েলথ পদক।
আরও পড়ুন: পঞ্চম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ রানে হারাল ভারত
বক্সিংয়ে চারটি পদক
বক্সিংয়ে চারটি পদক জিতে নিল ভারত। নীতু ঘাঙ্গাস, অমিত পাংঘল এবং নিখাত জারিন সোনা জিতে নেন। নীতু ইংল্যান্ডের বক্সারকে ৫-০ ব্যবধানে পরাস্ত করেন। এরপর ৪৮-৫১ কেজি বিভাগের ফ্লাইওয়েট ম্যাচের ফাইনালে ম্যাকডোনাল্ডকে হারিয়ে সোনা জেতেন অমিত পাঙ্গল। অমিতের পরে নিখাত জরিনও ভারতকে সোনা এনে দেন। তবে গভীর রাতে ফাইনাল ম্যাচে নেমেছিলেন সাগর আহলাওয়াত। তিনি সোনা জিততে পারেননি। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাগরকে।
আরও পড়ুন: 'IPL-এ মাথা গলিও না,' নাম না করে গিলক্রিস্টকে খোঁচা গাভাস্কারের
এখনও অবধি ভারতের মেডেল প্রাপকদের তালকা:
১. সংকেত মহাদেব- রুপো (ভারোত্তোলন ৫৫ কেজি)
২. গুরুরাজা- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৬১ কেজি)
৩. মীরাবাই চানু- সোনা (ভারোত্তোলন ৪৯ কেজি)
৪. বিন্দিয়ারানি দেবী - রুপো (ভারোত্তোলন ৫৫ কেজি)
৫. জেরেমি লালরিনুঙ্গা- সোনা (ভারোত্তোলন ৬৭ কেজি)
৬. অচিন্তা শিউলি- সোনা (ভারোত্তোলন ৭৩ কেজি)
৭. সুশীলা দেবী - রুপো (জুডো ৪৮ কেজি)
৮. বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ (জুডো ৬০ কেজি)
৯. হরজিন্দর কৌর- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৭১ কেজি)
১০. মহিলা দল- সোনা (লন বল)
১১. পুরুষ দল- সোনা (টেবিল টেনিস)
১২. বিকাশ ঠাকুর - রুপো (ভারোত্তোলন ৯৬ কেজি)
১৩. মিশ্র ব্যাডমিন্টন দল - রুপো
১৪. লাভপ্রীত সিং - ব্রোঞ্জ (ভারোত্তোলন ১০৯ কেজি)
১৫. সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ (স্কোয়াশ একক ইভেন্ট)
১৬. তুলিকা মান - রুপো (জুডো)
১৭. গুরদীপ সিং- ব্রোঞ্জ (ভারোত্তোলন ১০৯+ কেজি)
১৮. তেজস্বিন শঙ্কর - ব্রোঞ্জ (হাই জাম্প)
১৯. মুরালি শ্রীশঙ্কর- রুপো (লং জাম্প)
২০. সুধীর- সোনা (প্যারা পাওয়ারলিফটিং)
২১. আংশু মালিক - রুপো (কুস্তি ৫৭ কেজি)
২২. বজরং পুনিয়া - সোনা (কুস্তি 65 কেজি)
২৩. সাক্ষী মালিক- সোনা (কুস্তি ৬২ কেজি)
২৪. দীপক পুনিয়া - সোনা (কুস্তি ৮৬ কেজি)
২৫. দিব্যা কাকরান - ব্রোঞ্জ (কুস্তি ৬৮ কেজি)
২৬. মোহিত গ্রেওয়াল - ব্রোঞ্জ (কুস্তি ১২৫ কেজি)
২৭. প্রিয়াঙ্কা গোস্বামী - রুপো (১০ কিমি হাঁটা)
২৮. অবিনাশ সাবল – রুপো (স্টিপলচেজ)
২৯. পুরুষ দল - রুপো (লন বল)
৩০. জেসমিন ল্যাম্বোরিয়া - ব্রোঞ্জ (বক্সিং)
৩১. পূজা গেহলট - ব্রোঞ্জ (কুস্তি ৫০ কেজি)
৩২. রবি কুমার দাহিয়া- সোনা (কুস্তি ৫৭ কেজি)
৩৩. ভিনেশ ফোগাট- সোনা (কুস্তি ৫৩ কেজি)
৩৪. নবীন- সোনা (কুস্তি ৭৪ কেজি)
৩৫. পূজা সিহাগ- ব্রোঞ্জ (কুস্তি)
৩৬. মহম্মদ হুসামুদ্দিন - ব্রোঞ্জ (বক্সিং)
৩৭. দীপক নেহরা- ব্রোঞ্জ (কুস্তি ৯৭ কেজি)
৩৮. সোনালবেন প্যাটেল - ব্রোঞ্জ (প্যারা টেবিল টেনিস)
৩৯. রোহিত টোকাস- ব্রোঞ্জ (বক্সিং)
৪০. ভাবিনা প্যাটেল- সোনা (প্যারা টেবিল টেনিস)
৪১. ভারতীয় মহিলা দল- ব্রোঞ্জ পদক (হকি)
৪২. নীতু ঘাংহাস - সোনা বক্সিং)
৪৩. অমিত পানঘল- সোনা (বক্সিং)
৪৪. সন্দীপ কুমার - ব্রোঞ্জ পদক (10 কিমি হাঁটা)
৪৫. আলহাউস পল - সোনা (ট্রিপল জাম্প)
৪৬. আবদুল্লাহ আবুবকর- রুপো (ট্রিপল জাম্প)
৪৭. আন্নু রানী - ব্রোঞ্জ মেডেল (জ্যাভলিন থ্রো)
৪৮. নিখাত জারিন- সোনা (বক্সিং)
৪৯. আচন্ত এবং জি. সাথিয়ান - রুপো (টেবিল টেনিস)
৫০. সৌরভ এবং দীপিকা পাল্লিকাল - ব্রোঞ্জ পদক (স্কোয়াশ)
৫১. কিদাম্বি শ্রীকান্ত – ব্রোঞ্জ পদক (ব্যাডমিন্টন)
৫২. মহিলা দল - রুপো (ক্রিকেট)
৫৩. গায়ত্রী এবং ত্রিশা জলি - ব্রোঞ্জ (ব্যাডমিন্টন)
৫৪. অচন্ত এবং শ্রীজা আকুলা- সোনা (টেবিল টেনিস)
৫৫. সাগর আহলাওয়াত - রুপো (বক্সিং)