scorecardresearch
 

Umran Malik, P Chidambaram: থারুরের পর উমরানকেও ভারতীয় দলে নেওয়ার দাবি চিদম্বরমের

চলতি মরশুমে এখন পর্যন্ত দেড়শ'র বেশি গতিতে বোলিং করেছেন ওমরান। রাজনীতিবিদও উমরানের ভক্ত হয়ে উঠেছেন। কংগ্রেস নেতা শশী থারুরের পর এবার উমরানের প্রশংসা করেছেন পি চিদাম্বরম। তিনি বললেন, এটাই সেই ঝড়, যা তার মাঝে যা আসে সব উড়িয়ে নিয়ে যায়। 

Advertisement
উমরান মালিক ও পি চিদম্বরম উমরান মালিক ও পি চিদম্বরম
হাইলাইটস
  • দারুণ বোলিং উমরানের
  • একাই নিলেন পাঁচ উইকেট

জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার ওমরান মালিক (Umran Malik) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 অসাধারণ ফর্মে রয়েছেন। এই মরশুমে তাঁর বোলিং দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। বুধবার গুজরাত টাইটানসের (GT) বিপক্ষে তীক্ষ্ণ বোলিং করতে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের বোলার নেন ৫ উইকেট।

চলতি মরশুমে এখন পর্যন্ত দেড়শ'র বেশি গতিতে বোলিং করেছেন ওমরান। রাজনীতিবিদও উমরানের ভক্ত হয়ে উঠেছেন। কংগ্রেস নেতা শশী থারুরের পর এবার উমরানের প্রশংসা করেছেন পি চিদাম্বরম। তিনি বললেন, এটাই সেই ঝড়, যা তার মাঝে যা আসে সব উড়িয়ে নিয়ে যায়। 

'উমরানকে জাতীয় দলে আনুন'

চিদাম্বরম টুইটে লিখেছেন- ওমরান মালিক একটি ঝড়ের নাম, যা তার পথে আসা সবকিছু উড়িয়ে দেয়। তার দ্রুত গতি এবং আগ্রাসন দেখার মতো। আজকের পারফরম্যান্স দেখে সন্দেহ নেই যে এটাই এই আইপিএল মরশুমের সবচেয়ে বড় আবিষ্কার। বিসিসিআই-এর উচিত তাঁকে বিশেষ কোচিং দেওয়া এবং অবিলম্বে তাঁকে টিম ইন্ডিয়ায় নিয়ে আসা।

শশী থারুর একটি টুইটে বলেছেন যে, উমরানকে শীঘ্রই টিম ইন্ডিয়াতে (Team India) খেলানো উচিত। এছাড়াও, ইংল্যান্ড সফরে নেওয়া উচিত। থারুর বলেছিলেন যে যদি এটি ঘটে তবে জসপ্রীত বুমরা এবং উমরান মালিক উভয়ই একসঙ্গে ব্রিটিশদের আতঙ্কিত করবে।

উমরানের প্রশংসা করে কংগ্রেস নেতা থারুর পোস্টে লিখেছেন- ''ভারতীয় জার্সিতে এই খেলোয়াড়কে আমাদের দরকার। কী চমৎকার প্রতিভা। কোথাও হারিয়ে যাওয়ার আগে ওকে সাহায্য করুন। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচের জন্য উমরানকে নিয়ে যান। উমরান এবং জসপ্রিত বুমরা একসঙ্গে ব্রিটিশদের ভয় দেখাবে।''

আরও পড়ুন: নবান্নে মমতা-সৌরভ বৈঠক, ইডেন ম্যাচ নিয়ে আলোচনা?

আরও পড়ুন: মাটন কষা-চিংড়ি মালাইকারি... অরুণ-বুলবুলে বিয়ের মেনু রইল

Advertisement

জিটি SRH এর বিপক্ষে ৫ উইকেটে ম্যাচ জিতেছে

ম্যাচে গুজরাত দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এরপর সানরাইজার্স হায়দরাবাদের দল ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। অভিষেক শর্মা ৬৫ এবং এইডেন মার্করাম ৫৬ রান করেন। জবাবে গুজরাত দল ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ম্যাচ জিতে নেয়।  দলের পক্ষে ৩৮ বলে ৬৮ রান করেন ঋদ্ধিমান সাহা। রাহুল তেওয়াতিয়া ২১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন এবং রশিদ খান ১১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

Advertisement