Asia Cup 2023: এশিয়া কাপ আয়োজনে মরিয়া PCB, টিম ইন্ডিয়া কি আদৌ খেলবে?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) আয়োজন করার জন্য মরিয়া। সেই টুর্নামেন্টে ভারতীয় দলকে (Team India) খেলানোর জন্য একটি নতুন পরিকল্পনা করেছে পিসিবি। ভারতীয় দলকে যাতে পাকিস্তানে গিয়ে খেলতে না হয় তার জন্য এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে করার পরিকল্পনা নিয়েছে পিসিবি।  

Advertisement
এশিয়া কাপ আয়োজনে মরিয়া PCB, টিম ইন্ডিয়া কি আদৌ খেলবে? খেলবে টিম ইন্ডিয়া?
হাইলাইটস
  • এশিয়া কাপ আয়োজনের চেষ্টায় পাকিস্তান
  • মরিয়া চেষ্টা PCB-র

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) আয়োজন করার জন্য মরিয়া। সেই টুর্নামেন্টে ভারতীয় দলকে (Team India) খেলানোর জন্য একটি নতুন পরিকল্পনা করেছে পিসিবি। ভারতীয় দলকে যাতে পাকিস্তানে গিয়ে খেলতে না হয় তার জন্য এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে করার পরিকল্পনা নিয়েছে পিসিবি।  

পাকিস্তান বোর্ড এশিয়া কাপের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে এবং কিছু ম্যাচ তাদের দেশে করার পরিকল্পনা করেছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্ট নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (ACC) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাহারিনে বৈঠক হয়।

আরও পড়ুন: স্টিং অপারেশন বিবাদ, আবার প্রধান নির্বাচক পদে ইস্তফা চেতনের

দুদকের বৈঠকেও কোনোও সমাধান হয়নি 
এই বৈঠকে এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখন পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ দিকে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুদক।

মিডিয়ার প্রশ্নের উত্তরে নাজাম শেঠি (Najam Sethi) বলেন, 'এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ কারণে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা এসিসি সভাতেও এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা হতে পারে। এই টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, 'দুদকের গত বৈঠকে কী হয়েছিল, কী বলব। কোনোও সমাধানই হয়নি।' 

আরও পড়ুন: পৃথ্বী শয়ের গাড়িতে বেসবলের ব্যাট দিয়ে হামলা, গ্রেফতার সেই ইউটিউবার

এশিয়া কাপ ২০২৩ এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে

তবে পিসিবির নির্ভরযোগ্য সূত্রের মারফত জানা যাচ্ছে, এশিয়া কাপ দুটি দেশে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় দল তাদের ম্যাচগুলি আরব আমিরশাহিতে খেলতে পারে। রোহিত শর্মারা ফাইনালে উঠলে সেই ম্যাচও অনুষ্ঠিত হতে পারে আরব আমিরশাহিতেই। 

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে,"এসিসির বৈঠকে নাজাম শেঠি স্পষ্ট ভাবে বলেছেন যে পাকিস্তান বোর্ড এশিয়া কাপের কিছু ম্যাচ আয়োজন করতে চায়।" এই বছরের সেপ্টেম্বরে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরপর বছরের শেষ দিকে ভারতের আয়োজক ওডিআই বিশ্বকাপে খেলার কথা রয়েছে। আর সেই জন্যই এবারের এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচ হবে। 

POST A COMMENT
Advertisement