Roy Krishna and Prabir Das: কলকাতাকে বিদায় জানালেন রয় কৃষ্ণ, কেঁদে ভাসালেন প্রবীর

ডান দিক থেকে মাপা ক্রস রাখতেন প্রবীর। তাঁর প্রিয় 'ভাই' রয়ের জন্য। সেই বল ঠিক মিট করে দলকে গোল এনে দিতেন রয়। তবে এখন দুই জনেই আর সবুজ-মেরুন জার্সি পরবেন না। প্রবীর হয়ত যাচ্ছেন বেঙ্গালুরু এফসি-তে তাঁর জায়গায় এটিকে মোহনবাগানে আসছেন আশিক ক্রুনিয়ান। তবে রয় কৃষ্ণকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, তাঁর সঙ্গে এটিকে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গিয়েছে গতকালই। খবর পাওয়া যাচ্ছে, তাঁর চুক্তি এখনও বাড়ান হয়নি। রয় কৃষ্ণার স্ত্রীই তাঁর এজেন্ট। তিনি চাইছে না রয় ভারতে খেলুন। আইএসএল-এর অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও রয় কি তা নিয়ে ভেবে দেখবেন? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। 

Advertisement
কলকাতাকে বিদায় জানালেন রয় কৃষ্ণ, কেঁদে ভাসালেন প্রবীর প্রবীর দাস ও রয় কৃষ্ণ
হাইলাইটস
  • ফিজি ফিরলেন রয় কৃষ্ণা
  • ATKMB ছাড়ছেন প্রবীর

কলকাতা ছেড়ে ফিজি চলে গেলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। বিমানবন্দরে তাঁকে ছাড়তে এসে কান্নায় ভেঙে পড়লেন প্রবীর দাস (Prabir Das)। শুধু প্রবীর কেন, প্রিয় বন্ধুর সঙ্গে বিচ্ছেদের দুঃখে ভিজল রয় কৃষ্ণর চোখও। হয়ত, সেই মুহূর্তে দুই জনেরই মনে পড়ে যাচ্ছিল, অনেক স্মৃতি। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কত গোল এসেছে এই দুই ফুটবলারের যুগলবন্দীতে। গোলের পর 'বালা সেলিব্রেশন' ভুলবেন কী করে?

ডান দিক থেকে মাপা ক্রস রাখতেন প্রবীর। তাঁর প্রিয় 'ভাই' রয়ের জন্য। সেই বল ঠিক মিট করে দলকে গোল এনে দিতেন রয়। তবে এখন দুই জনেই আর সবুজ-মেরুন জার্সি পরবেন না। প্রবীর হয়ত যাচ্ছেন বেঙ্গালুরু এফসি-তে তাঁর জায়গায় এটিকে মোহনবাগানে আসছেন আশিক ক্রুনিয়ান। তবে রয় কৃষ্ণকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, তাঁর সঙ্গে এটিকে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গিয়েছে গতকালই। খবর পাওয়া যাচ্ছে, তাঁর চুক্তি এখনও বাড়ান হয়নি। রয় কৃষ্ণার স্ত্রীই তাঁর এজেন্ট। তিনি চাইছে না রয় ভারতে খেলুন। আইএসএল-এর অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও রয় কি তা নিয়ে ভেবে দেখবেন? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। 

তবে একটা ব্যাপার স্পষ্ট। আগামী মরশুমে একসঙ্গে খেলতে দেখা যাবে না রয় কৃষ্ণ ও প্রবীর দাসকে। প্রবীর আগের দিনই ফেসবুকে পোস্ট করে লেখেন,  'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোহনবাগানকেই ভালবাসব। মোহনবাগান আমার কাছে মায়ের মত।' 

আরও পড়ুন: দীপক চাহারের রাজকীয় বিয়ে-এলাহি ব্যাপার, রইল মেনু ও বিয়ের ছবি

আরও পড়ুন: ''নতুন জার্নি শুরু করছি', জল্পনা উস্কে টুইটটবার্তা সৌরভের

 ২০১৫ সাল থেকে মোহনবাগানে প্রবীর। মাঝে কিছুটা সময় বিচ্ছেদ হলেও এটিকে ও মোহনবাগান সংযুক্ত হওয়ার পর সবুজ মেরুন জার্সি পরে ফের খেলতে দেখা যায় তাঁকে। ২০২০ সালে তিন বছরের জন্য এটিকে মোহনবাগানে সই করেন প্রবীর। তবে এক বছর আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ২০১৫-১৬ মরশুমে মোহনবাগানের হয়ে ফেডারেশন কাপ জিতেছেন প্রবীর। এটিকের হয়ে আইএসএল জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এর আগে দিল্লি ডায়নামোস, চেন্নাইয়েন এফসি-র হয়ে আইএসএল-এ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রবীরের।          

Advertisement

POST A COMMENT
Advertisement