দুরন্ত ব্যাটিংয়ের পর পৃথ্বীকে বাহবা! প্রাচীই পৃথ্বীর গার্লফ্রেন্ড? উত্তাল নেটদুনিয়া

পৃথ্বীর ইনিংসটি নেটিজেনদের বেশ আনন্দ দিয়েছে। ২২ গজে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দারুণ মেরে খেলছিলেন পৃথ্বী। দারুণভাবে নজর কাড়েন এই তরুণ ক্রিকেটার। তবে মাঠের বাইরে পৃথ্বীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে চারিদিকে।

Advertisement
দুরন্ত ব্যাটিংয়ের পর পৃথ্বীকে বাহবা! প্রাচীই পৃথ্বীর গার্লফ্রেন্ড? উত্তাল নেটদুনিয়াপ্রাচী সিংয়ের সঙ্গে সম্পর্কে পৃথ্বী?
হাইলাইটস
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস পৃথ্বী শ-র
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইতে জয় ভারতের
  • পৃথ্বী শ-র গার্লফ্রেন্ডকে নিয়ে গুজব

ভারত ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন যাতে ভারতকে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে স্বাচ্ছন্দ্যে জিততে সাহায্য করেছে। যেখানে ভারতীয় দল ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ২৬৩ রানের লক্ষ্য তাড়া করে পৃথ্বী শ মেন ইন ব্লুতে একটি দারুণ শুরু দেন ব্যাট হাতে। ডানহাতি ব্যাটসম্যান মাত্র ২৪ বলে সহ ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। পৃথ্বী শ ঝোড়ো একটি ইনিংস খেলেন। একই সঙ্গে সীমিত ওভারে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক শিখর ধাওয়ান প্রথম উইকেটে দারুণ একটি ইনিংস খেলেন। যেটা ভারতকে জয়ের সরণীতে পৌঁছে দিয়েছিল।

পৃথ্বীর ইনিংসটি নেটিজেনদের বেশ আনন্দ দিয়েছে। ২২ গজে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দারুণ মেরে খেলছিলেন পৃথ্বী। দারুণভাবে নজর কাড়েন এই তরুণ ক্রিকেটার। তবে মাঠের বাইরে পৃথ্বীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে চারিদিকে। গুজব উঠেছে পৃথ্বী শয়ের বান্ধবীকে নিয়ে, অভিনেত্রী প্রাচী সিং এই খেলার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন ইনস্টাগ্রামে। প্রাচী ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে একটি গল্প শেয়ার করেছেন তাঁর গুজব বয়েফ্রেন্ডকে নিয়ে। তিনি পৃথ্বীবিকে বাহবা দিয়েছেন।

গল্পটির প্রথম চিত্রটিতে পৃথ্বী-এর পরিসংখ্যানগুলি ম্যাচ এবং মন্তব্য থেকে পাওয়া যায় যা "সেরা" । দ্বিতীয় চিত্রটি উপস্থাপনায় ছিলেন ভারতীয় ক্রিকেটার। একই সঙ্গে একটি ক্যাপশনও লিখেছিলেন গুজব রটা পৃথ্বী শয়ের গার্লফ্রেন্ড (Prithvi Shaw Girlfriend)। এই ঘটনার পর নেটদুনিয়া আরও উত্তাল হয়ে পরেছে পৃথ্বী শয়ের এই সম্পর্ক নিয়ে।

অতীতে এটাই পৃথ্বী শয়ের গার্লফ্রেন্ড, এমনটাই ধারনা ছিল সবার। এখন ফের একবার পৃথ্বী দারুণ ইনিংস খেলার পর এই অভিনেত্রী প্রাচী সিংয়ের পৃথ্বীকে নিয়ে পোস্ট ফের একবার উত্তপ্ত করছে গোটা নেট দুনিয়াকে। তবে এটাই যে পৃথ্বীর বান্ধবী সেই নিয়ে কোবও প্রতিক্রিয়া এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, ভারতীয় দলের হয়ে ওপেন করে পৃথ্বী চোটও পেয়েছিলেন ব্যাটিং করার সময়। তারপরই আউট হয়ে যান তিনি। তবে পৃথ্বী যে ক্লাসের সঙ্গে খেলছিলেন তা প্রসংশা পয়েছে সবার কাছে। দারুণ ক্রিকেট খেলতে দেখা যায় ভারতীয় এই তরুণ ওপেনারকে।

Advertisement

POST A COMMENT
Advertisement