scorecardresearch
 

PV Sindhu: গোড়ালিতে চোট, বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সিন্ধু। গোড়ালির হাড়ে চিড় ধরেছে তাঁর। কমনওয়েলথ গেমসে দারুণ ফর্মে দেখা গিয়েছিল সিন্ধুকে। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর থেকে ভাল কিছু প্রত্যাশা করেছিলেন ভারতের ক্রীড়াপ্রেমীরা। তবে এখন যা পরিস্থিতি তাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া হচ্ছে না সিন্ধুর।

Advertisement
পিভি সিন্ধু পিভি সিন্ধু
হাইলাইটস
  • বিশ্বচ্যাম্পিয়নশিপে নেই সিন্ধু
  • ছয় সপ্তাহ লাগবে চোট সারতে

চোটের জন্য় আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জয়ী ভারতের শটলার পিভি সিন্ধু (PV Sindhu)। ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের তারকা শাটলার। কমনওয়েলথ গেমসে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন সিন্ধু। সেই অবস্থার মধ্যেই ফাইনালে নেমেছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু নামাই নয়, সোনাও জিতে নেন সিন্ধু। 

কোথায় চোট লেগেছে সিন্ধুর
বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সিন্ধু। গোড়ালির হাড়ে চিড় ধরেছে তাঁর। কমনওয়েলথ গেমসে দারুণ ফর্মে দেখা গিয়েছিল সিন্ধুকে। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর থেকে ভাল কিছু প্রত্যাশা করেছিলেন ভারতের ক্রীড়াপ্রেমীরা। তবে এখন যা পরিস্থিতি তাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া হচ্ছে না সিন্ধুর।

কমনওয়েলথে সোনা জিতেছেন সিন্ধু
কমনওয়েলথে সোনা জিতেছেন সিন্ধু

আরও পড়ুন: PHOTOS: কোচ লক্ষণকে নিয়ে জিম্বাবোয়ে সফরে ধাওয়ান KL রাহুলরা

কত দিন লাগতে পারে এই চোট সারতে?
বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরায় তাঁর সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। সিন্ধুর বাবা পিভি রামনা বলেন, ''কমনওয়েলথ গেমসে গিয়েই চোট পেয়েছে সিন্ধু। সেমিফাইনাল থেকেই অসহ্য যন্ত্রণা নিয়ে খেলেছে। দেশকে সোনাও এনে দিয়েছে।'' তিনি আরও বলেন, ''ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা খুবই হতাশার। বেশ ভাল ফর্মে ছিল। সিঙ্গাপুর ওপেন জেতার পর কমনওয়েলথেও জিতেছে। তবে কী আর করা যাবে সবটা তো আমাদের হাতে থাকে না।'' 

আরও পড়ুন: PHOTOS : কর্তা ক্রিকেটার, গিন্নি অভিনেত্রী; জানুন এই ভারতীয় ক্রিকেটারদের ঘর বাঁধার কাহিনি

দেশে ফিরেই চোটের চিকিৎসা শুরু করে দিয়েছেন সিন্ধু। তাঁর বাবা বলেন, ''যতটা দ্রুত সম্ভব পায়ের চোট সারানোই লক্ষ্য সিন্ধুর। চোট সারিয়ে অক্টোবরে ও ডেনমার্ক ও প্যারিস ওপেনের প্রস্তুতি শুরু করবে।''        

Advertisement

Advertisement