Ravi Shastri: পাকিস্তানকে হারিয়ে পাওয়া অডিকে 'জাতীয় সম্পদ' বললেন রবি শাস্ত্রী

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন। এরপর রান তাড়া করতে নেমে ৬৩ রানের অপরাজিত থাকেন তিনি। রবি শাস্ত্রী সম্প্রতি সুপার কার ক্লাব অফ ইন্ডিয়াকে দিয়ে অডি 100 গাড়িটি পুনরুদ্ধার করেছেন এবং আগের মতোই নতুন করে তৈরি করেছেন৷ এরপর গৌতম সিংহানিয়া এই ভিনটেজ অডি 100 গাড়িটি রবি শাস্ত্রীর হাতে তুলে দেন।

Advertisement
পাকিস্তানকে হারিয়ে পাওয়া অডিকে 'জাতীয় সম্পদ' বললেন রবি শাস্ত্রী রবি শাস্ত্রী ও তাঁর গাড়ি
হাইলাইটস
  • পাকিস্তানকে আট উইকেটে হারায় ভারত
  • ভারতের জয়ের নায়ক ছিলেন রবি শাস্ত্রী

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী (Ravi Shastri) তাঁর একটি ভিনটেজ অডি গাড়ির (Audi100) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ একই সঙ্গে এটিকে ভারতের ঐতিহ্য হিসেবেও বর্ণনা করেছেন। ১৯৮৫ সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ (বেনসন অ্যান্ড হ্যাজেস কাপ 1985) জেতার পর এই অডি গাড়িটি রবি শাস্ত্রীকে দেওয়া হয়েছিল।  ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে রবি শাস্ত্রী প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন। এই সিরিজে অলরাউন্ডারের দায়িত্ব দারুণ ভাবে পালন করেন তিনি। সেই চ্যাম্পিয়নশিপে রবি শাস্ত্রী মোট ১৮২ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

ভিনটেজ অডি 100 গাড়িটি নতুনের মতো দেখাচ্ছিল 

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন। এরপর রান তাড়া করতে নেমে ৬৩ রানের অপরাজিত থাকেন তিনি। রবি শাস্ত্রী সম্প্রতি সুপার কার ক্লাব অফ ইন্ডিয়াকে দিয়ে অডি 100 গাড়িটি পুনরুদ্ধার করেছেন এবং আগের মতোই নতুন করে তৈরি করেছেন৷ এরপর গৌতম সিংহানিয়া এই ভিনটেজ অডি 100 গাড়িটি রবি শাস্ত্রীর হাতে তুলে দেন।

Audi 100 গাড়ির পুনরুদ্ধার-পরবর্তী ছবি শেয়ার করে রবি শাস্ত্রী আবারও ৩৭ বছরের পুরনো স্মৃতি তাজা করেছেন। প্রাক্তন ভারতীয় কোচ পোস্টে লিখেছেন, “এটা এখন ঠিক প্রথম দিনের মতো লাগছে। এটা এখন জাতীয় সম্পদ। এটা টিম ইন্ডিয়ার অডি 100 গাড়ি।'

ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল

ভারতীয় দল ১৯৮৩ সালে প্রথমবার একদিনের বিশ্বকাপ শিরোপা জিতেছিল। তখন অধিনায়কত্ব ছিল কপিল দেবের হাতে। দুই বছর পর, সুনীল গাভাস্কারের নেতৃত্বে, ভারতীয় দল ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছিল।

আরও পড়ুন: কাপড়ে আঁকা ধোনি-জিভার ছবি, নিজেই কিনতে গেলেন মাহি

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাকিস্তান। জবাবে, টিম ইন্ডিয়া মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে। আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।  

Advertisement

POST A COMMENT
Advertisement