রিকি পন্টিংকে (Ricky Ponting) বিশ্ব ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। পন্টিং তাঁর অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে (Cricket Australia) দু'বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটেও তাঁর নেতৃত্বে অনেক স্মরণীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রিকি পন্টিং সম্প্রতি তাঁর পুরনো সতীর্থের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিতে কমেন্ট করেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত।
অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer), ব্রেট লি (Breet Lee), ম্যাথু হেডেন (Matthew Hayden), ড্যারেন লেম্যান, অ্যান্ডি বিকেল, অ্যাডাম গিলক্রিস্ট, গ্রেগ ব্লেওয়েট, রিকি পন্টিং এবং শেন ওয়াটসনকে ছবিতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করেছেন পন্টিং। ছবির ক্যাপশনে পন্টিং লিখেছেন, 'সেই দল আবার ফিরে এসেছে। কিংবদন্তিদের সঙ্গে সপ্তাহান্তে।'
রিকি পন্টিংয়ের এই পোস্টে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। পন্টিংয়ের এই ছবি ভাইরাল হয়েছে। ঋষভ পন্ত (Rishabh Pant) লিখেছেন, 'সব বস একসঙ্গে।' অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার মন্তব্য করেছেন, 'মিস ইউ রিকি।
আরও পড়ুন: 'গন্ধরাজ' রোনাল্ডোও! মোমো, রোলের পর ট্রেন্ডে বিশ্বসেরা ফুটবলার
কয়েকদিন আগেই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিলেন রিকি পন্টিং। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচে রোহিত শর্মার ভারতকেই এগিয়ে রাখছেন পন্টিং। পরিসংখ্যানের দিক থেকে বলা যায়, এশিয়া কাপে প্রতিবেশী দেশের বিপক্ষে ১৩টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। অন্যদিকে, পাকিস্তান পাঁচটি ম্যাচে জিতেছে। এর মধ্যে একটি ম্যাচে কোনো ফল হয়নি।
ভারতীয় দলে অনেক গভীরতা রয়েছে: পন্টিং
পন্টিং দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন। তবে পন্টিং মনে করেন, ভারতীয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে আমি ভারতের সঙ্গেই থাকব। তবে তার মানে এই নয়, যে পাকিস্তানের বিরুদ্ধে খুব সহজে জিতবে রোহিতরা। কারণ পাকিস্তানও ক্রিকেট পাগল দেশ। যারা ধারাবাহিকভাবে সুপারস্টার খেলোয়াড় তৈরি করে।''
আরও পড়ুন: ওয়ালেটে বলি অভিনেত্রীর ছবি নিয়ে ঘুরতেন, সেই 'প্রেমিকা'র নাম ফাঁস শোয়েবের
আরও পড়ুন: 'নিয়ন্ত্রণ করতে না পারলে...' ফের অভিনেত্রী ঊর্বশীকে বার্তা পন্তের
পন্টিং বলেছেন, ''শুধু এশিয়া কাপ নয়, যেকোনো টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে জেতা সবসময়ই কঠিন। কিন্তু আমি মনে করি, টি২০ ফরম্যাটে ভারত আরও এগিয়ে। ভারতীয় দলের গভীরতা অবশ্যই অন্যান্য দলের চেয়ে অনেক বেশি। তাই আমার মনে হয় ভারতই এশিয়া কাপ জিতবে।''