জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলে নেই ঋষভ পন্ত। বিশ্রামে রয়েছেন তিনি। তবে খবরের শিরোনামে রয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার। গত কয়েকদিন ধরে ঋষভ আর অভিনেত্রী ঊর্বশী রাওতেলার সম্পর্ক নিয়ে উত্তাল নেট দুনিয়া। কেউ কারোর নাম না করলেও একে অপরকে খোঁচা দিতে ছাড়ছেন না।
ঋষভ পন্ত ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যাতে স্পষ্ট যে ঋষভ বলিউড অভিনেত্রীকেই বার্তা দিতে চেয়েছেন। এতে লেখা রয়েছে, যার নিয়ন্ত্রণ হাতে থাকে না তা নিয়ে ভেবে সময় নষ্ট করা উচিত নয়।' ঋষভ পন্তের এই স্টোরির স্ক্রিনশটও ভাইরাল হচ্ছে টুইটারে।
ঊর্বশী ও ঋষভ পন্তের মধ্যে কী ঘটেছে?
আসলে, কয়েকদিন আগে ঊর্বশী রাউতেলা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি মি. আরপি নামে একজনের কথা বলেন। ঊর্বশী বলেছিলেন যে মিঃ আরপি দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, ১০ ঘন্টা অপেক্ষা করেছিলেন তাঁর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ঘুরিয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাই দেখা হয়নি।পরে ঘুম থেকে উঠে নিজের ভূল বুঝতে পারেন অভিনেত্রী। দেখান ১৭টি মিস কল দিয়েছিলেন মিস্টার আরপি। অনুতপ্ত ঊর্বশী মিস্টার আরপি-কে ফোন করে পরে মুম্বইতে দেখা করতে বলেন।
আরও পড়ুন: 'গন্ধরাজ' রোনাল্ডোও! মোমো, রোলের পর ট্রেন্ডে বিশ্বসেরা ফুটবলার
আরও পড়ুন: PHOTOS : কর্তা ক্রিকেটার, গিন্নি অভিনেত্রী; জানুন এই ভারতীয় ক্রিকেটারদের ঘর বাঁধার কাহিনি
পাল্টা দিয়েছেন অভিনেত্রী
এর পরে, ঋষভ পন্ত একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। যাতে তিনি জানিয়েছেন, তিনি মনে করেন সস্তা জনপ্রিয়তার জন্য এত মিথ্যা বলা উচিত নয়। ঋষভ আরও লিখেছেন, 'আমাকে অনুসরণ করা বন্ধ কর বোন।' এই লড়াই এখানেই শেষ হয়নি, জবাব দিয়েছেন ঊর্বশী রাউতেলাও। লিখেছেন, 'ছোটু ভাইয়া, তুমি ক্রিকেটে মনোযোগ দাও।'
আরও পড়ুন: ওয়ালেটে বলি অভিনেত্রীর ছবি নিয়ে ঘুরতেন, সেই 'প্রেমিকা'র নাম ফাঁস শোয়েবের
দুজনের মধ্যে চলতে থাকা এই তরজা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বেশ আকর্ষণ করেছে। অনেক ধরণের মেম তৈরি হতে থাকে। ঋষভ পন্ত জিম্বাবোয়ে সফরে না থাকলেও, বর্তমানে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ এবং ২৮ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল।