সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ক্রিকেট থেকে অনেকটা দূরে রয়েছেন ভরতের (Team India) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। গত বছর শেষদিকে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন পন্ত। এরপর কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সেই অস্ত্রোপচারের পর পন্তকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। তাঁর পায়ে প্লাস্টারও দেখা যাচ্ছে।
পন্তকে 'যোদ্ধা' বলছেন ইশা
ছবির ক্যাপশনে পন্ত লিখেছেন, 'এক ধাপ এগোলাম। সুস্থ হয়ে উঠছি।' এই ছবিতে মন্তব্য করেছেন তাঁর বান্ধবী ইশা নেগি (Isha Negi )। ভারতের উইকেটকিপার ব্যাটারকে 'যোদ্ধা' বলেছেন তিনি। এর সঙ্গে লাভ ইমোজিও পোস্ট করেছেন তিনি। ৩০ ডিসেম্বর ২০২২-এ পন্তের দুর্ঘটনার পর, ইশা নেগি এক মাসেরও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন এবং এই সময়ের মধ্যে ইনস্টাগ্রামে কিছু পোস্ট করেননি।
আরও পড়ুন: দুর্ঘটনার পরে সামনে এল প্রথম পদক্ষেপের ছবি, কেমন আছেন ঋষভ পন্ত?
কবে মাঠে ফিরবেন পন্ত?
কবে পন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তা এখনই স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, এই বছরে বেশিরভাগ সময়টাই তাঁকে ক্রিকেটের বাইরেই থাকতে হবে। গত মাসে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন পন্ত। ব্রডার-গাভাস্কার ট্রফিতে দলে নেই পন্ত। শুধু তাই নয়, আইপিএল ও এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালস দল ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নারকে এই মরশুমের ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে। এই বছরেই অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপেও পন্তের দলে থাকা নিয়ে সংশয় থাকছে।
আরও পড়ুন: চোটের কবলে টিম ইন্ডিয়া, পাক ম্যাচে ২ অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই নামবে ভারত?
টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব কিছুদিন আগেই জানিয়েছিলেন, পন্ত ফিট হলে তাঁকে চড় মারতে চান তিনি। কপিল দেব বলেছিলেন যে তিনি পন্তকে তার ছেলের মতো মনে করেন এবং তাকে খুব ভালবাসেন, তবে এটিও সত্যি যে পন্তের একটা ভুলের কারণে ভারতীয় দলের কম্বিনেশন গণ্ডগোল হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ঋষভ পন্তের অভাব স্পষ্ট দেখা যাচ্ছে। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পন্ত যে অবদান রাখেন তা অন্য কোনও ব্যাটারের থেকে পাওয়া কঠিন। স্পিনারদের বিরুদ্ধে তাঁর রান করার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। পন্তের অনুপস্থিতিতে কেএস ভরত এবং ঈশান কিষাণকে টেস্ট দলে নেওয়া হয়েছে।