এবারের আইপিএল-এ (IPL 2023) খেলতে পারবেন না গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ভারতীয় দলের (Team India) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। বিসিসিআই (BCCI) সরকারী ভাবে এ ব্যাপারে কিছু না জানালেও মুখ খুলেছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিয়েছেন এবারের আইপিএল-এ পাওয়া যাবে না পন্তকে। তাঁর জায়গায় দিল্লি ক্যাপটালসের অধিনায়ক কে হবেন? এটাই এখন প্রশ্ন।
গত ৩০ ডিসেম্বর ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার। পায়ের লিগামেন্টে অপারেশনের পর দীর্ঘদিন সময় লাগবে ফিট হতে। ফলে এবারের আইপিএল-এ নেই পন্ত। পন্তের জায়গায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন কে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ভারতের ক্রিকেট ফ্যানদের মধ্যে। অনেকেই মনে করছেন, দায়িত্ব দেওয়া হবে ডেভিড ওয়ার্নারকে (David Warner)।
আরও পড়ুন: IPL-এ পন্ত না থাকায় সমস্যা হবে DC-র? যা বললেন সৌরভ...
ভারতের প্রাক্তন অধিনায়ক যদিও ধোঁয়াশাই রেখে গেলেন তাঁর দলের অধিনায়ককে নিয়ে। ভবিষ্যতের অধিনায়ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা এখনও কিছু ঠিক করিনি। আলোচনা করে দেখতে হবে।' তবে পন্তের না থাকাটা যে বিরাট বড় ক্ষতি তা মানছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর। তিনি বলেন, ''সমস্যা তো হবেই, তবে কী করা যাবে? চোট পেলে কী করা যাবে? ওর সেরে উঠতে সময় লাগবে। এই ব্যাপারে আমরা কিছুই করতে পারি না। এটা একটি দুর্ঘটনা। ওর বয়স এখন মাত্র ২৩। পন্তের হাতে এখনও অনেক সময় আছে।'
আরও পড়ুন: 'স্পোর্টসম্যানশিপের পরিচয়,' রোহিতের ম্যানকাডিং সিদ্ধান্তের প্রশংসায় জয়সূর্য
ঋষভ পন্ত তার দেশে ফিরে আসেন এবং দিল্লি থেকে তার নিজের শহর রুরকিতে তার গাড়িতে যাচ্ছিলেন। এদিকে, ৩০ ডিসেম্বর ভোরে ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে রুরকির কাছে গুরুকুল নরসান এলাকায়। ঋষভ পন্ত গাড়িতে একা ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পন্ত জানিয়েছেন যে তিনি উইন্ড স্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন। এর পর গাড়িতে আগুন লেগে যায়।
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে
এই দুর্ঘটনার পর ঋষভ পন্তকে দ্রুত রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে রেফার করা হয়। এখানেও পন্তের মুখ এবং আরও কিছু জায়গায় ছোটখাটো অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু এর পরে, বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত নেয় এবং পন্তকে এয়ারলিফ্ট করা হয় এবং গ্রিন করিডর দিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।