scorecardresearch
 

Team India: 'ও ম্যাজিশিয়ান', টিম ইন্ডিয়ার ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত

নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। আইসিসি র‍্যাঙ্কিং-এ (ICC ODI Ranking) ১ নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দলের খেলায় খুশি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বোলিং-এর প্রশংসাও করেছেন ভারত অধিনায়ক। তাঁকে ম্যাজিশিয়ান বলেছেন রোহিত।

Advertisement
ট্রফি নিয়ে টিম ইন্ডিয়া ট্রফি নিয়ে টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • শার্দূল ঠাকুরের প্রশংসায় রোহিত
  • নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ভারত

নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। আইসিসি র‍্যাঙ্কিং-এ (ICC ODI Ranking) ১ নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিক ভাবেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দলের খেলায় খুশি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বোলিং-এর প্রশংসাও করেছেন ভারত অধিনায়ক। তাঁকে ম্যাজিশিয়ান বলেছেন রোহিত।

ম্যাচের পর শার্দূলের বোলিং নিয়ে প্রশ্ন করা হলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, 'শার্দূল অনেকদিন ধরেই ভারতীয় দলের জন্য এই কাজটা করে আসছে। সেই জন্যই দলের অন্য সদস্যরা ওকে ম্যাজিশিয়ান বলে। একেবারে সঠিক সময় এসে উইকেট তুলে নেয়। ওকে আরও একটু সুযোগ দিতে হবে।'

আরও পড়ুন: বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না বিরাট-রোহিতের, কারা থাকলেন দলে?

এই সিরিজে দারুণ ছন্দে থাকা শুভমন গিলেরও (Subhman Gill) প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, 'গিল দুর্দান্ত ফর্মে রয়েছে। একজন তরুণ ক্রিকেটারের ঠিক যে ভাবে এগিয়ে যাওয়া উচিত ও ঠিক সেটাই করে যাচ্ছে।'তৃতীয় একদিনের ম্যাচে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে সহজ জয় এনে দেন। ২ ওভারে তিনটি উইকেট নিয়ে কিউয়িদের জেতার সমস্ত আশা শেষ করে দেন শার্দূল। 

আরও পড়ুন: হোয়াইটওয়াশ তো হলই, রোহিত-গিলদের মারে লজ্জার রেকর্ড কিউয়ি পেসারের

ইন্দোরের ম্যাচের আগে দুই ম্যাচ জিতে যাওয়ায় সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারতীয় দল। সেই জন্যই তৃতীয় ম্যাচে দুই তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ও মহম্মদ সিরাজকে (Mohammad Siraj) বিশ্রাম দেয় টিম ইন্ডিয়া। তাঁদের জায়গায় দলে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল ও উমরান মালিক। 

ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়া ৯০ রানে জিতেছে। প্রথমে ব্যাট করে ভারত ৩৮৫ রানের বিরাট স্কোর করে। জবাবে নিউজিল্যান্ডের দল ২৯৫ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে। টিম ইন্ডিয়ার  শুভমান গিল ১১২ রান করে আউট হন। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মা ১০১ রান করেন। সিরিজ ৩-০ ব্যবধানে জিতে এবং আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে টিম ইন্ডিয়া।  
 

Advertisement

Advertisement