scorecardresearch
 

India VS England 4th Test, Sarfaraz Khan: 'হিরো হতে হবে না...' মাঠে সরফরাজকে কড়া ধমক রোহিতের, কেন?

ভারত ও ইংল্যান্ডের (India VS England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট রয়েছে। ভারতকে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিনে সতীর্থ সরফরাজ খানের (Sarfaraz Khan) ওপর রেগে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিরক্তির কারণ ছিল কারণ সরফরাজ হেলমেট না পরেই ক্লোজ-ইন পজিশনে ফিল্ডিং করতে নেমে গিয়েছিলেন। রোহিত রীতিমত বকা দেন সরফরাজকে।

Advertisement
রোহিত শর্মা ও রজত পাতিদার রোহিত শর্মা ও রজত পাতিদার

ভারত ও ইংল্যান্ডের (India VS England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট রয়েছে। ভারতকে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিনে সতীর্থ সরফরাজ খানের (Sarfaraz Khan) ওপর রেগে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিরক্তির কারণ ছিল কারণ সরফরাজ হেলমেট না পরেই ক্লোজ-ইন পজিশনে ফিল্ডিং করতে নেমে গিয়েছিলেন। রোহিত রীতিমত বকা দেন সরফরাজকে।

পুরো ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৭তম ওভারে। তখন বোলিং করছিলেন কুলদীপ যাদব। চতুর্থ বলের আগে মিড-অফ অঞ্চল থেকে সিলি মিড-অফে সরফরাজকে ফিল্ড করতে ডাকেন রোহিত। রোহিতের অনুরোধে, সরফরাজ হেলমেট না পরে সিলি মিড-অফে দাঁড়িয়েছিলেন। সরফরাজ তাঁর অধিনায়ককে বোঝানোর চেষ্টা করেছিলেন, এতে রোহিত তাকে ভর্ৎসনা করে বলেন, 'ওহে, হিরো হতে যেও না।'

আম্পায়ার কুমার ধর্মসেনা হস্তক্ষেপ করে সরফরাজকে হেলমেট পরতে বলেন। ক্লোজ ইন পজিশনে ফিল্ডিং করার সময় হেলমেট বাধ্যতামূলক। এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশ একটি বিশেষ টুইটও করেছে। এই ঘটনার ভিডিও শেয়ার করতে গিয়ে দিল্লি লিখেছেন, 'টু-হুইলারে হিরো হতে যাবেন না। সব সময় হেলমেট পরে গাড়ি চালান।'

প্রথম টেস্টে হারের পর, দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে ঘুরে দাড়িয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে দিয়েছে। তৃতীয় টেস্টে রাজকোটে টিম ইন্ডিয়া ৪৩৪ রানে জিতে সিরিজে লিড নেয়। 

আরও পড়ুন

রাঁচি টেস্টে ভারতীয় দলের প্লেয়িং-১১: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

Advertisement

চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের প্লেয়িং-১১: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

Advertisement