Shafali Verma Women's U19 WC: দঃ আফ্রিকাতেই বিশ্বকাপ জয়, ধোনিদের রেকর্ড ছুঁলেন শেফালিরা

দারুণ পারফর্ম করে আইসিসি (ICC) অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ (Under-19 T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতের (Team India) মেয়েরা। ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে রেকর্ড গড়েছেন শেফালি ভর্মারা (Shefali Verma)। প্রথমবার অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ জিতে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ছুঁয়েছেন ভারতের অধিনায়িকা।

Advertisement
দঃ আফ্রিকাতেই বিশ্বকাপ জয়, ধোনিদের রেকর্ড ছুঁলেন শেফালিরামহেন্দ্র সিং ধোনি ও শেফালি ভর্মা
হাইলাইটস
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে রেকর্ড মেয়েদের
  • ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত

দারুণ পারফর্ম করে আইসিসি (ICC) অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ (Under-19 T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতের (Team India) মেয়েরা। ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের ৭ উইকেটে হারিয়ে রেকর্ড গড়েছেন শেফালি ভর্মারা (Shefali Verma)। প্রথমবার অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ জিতে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ছুঁয়েছেন ভারতের অধিনায়িকা।

ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতের মেয়েরা
শেফালি ভার্মার অধিনায়কত্বে প্রায় ১৬ বছর আগে এমএস ধোনির দলের রেকর্ড ছুঁয়েছে ভারতের মেয়েরা। ২০০৭ সালে প্রথমবার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। আর এবারেও দক্ষিণ আফ্রিকার মাটি থেকে বিশবকাপ জিতে সেই রেকর্ড স্পর্শ করলেন শেফালিরা।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই বড় পুরস্কার ঘোষণা BCCI-এর, অভিনন্দন জানালেন মোদীও
দক্ষিণ আফ্রিকাতেই টি২০ বিশ্বকাপে জয়

২০০৭ সালের টি২০ বিশ্বকাপের আগে পুরুষদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছিল তবে তা ওয়ানডে ফরম্যাটে। এই প্রথম মেয়েদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করা হল। আর সেই আসরে চ্যাম্পিয়ন ভারত। ধোনির দলেও ছিলেন তরুণ কিছু ক্রিকেটার। শেফালির দলের সব খেলোয়াড়ের বয়স ২০ বছরের নিচে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মাত্র একটি ম্যাচে হেরেছিল। একই রকমভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ হেরেছেন রিচা ঘোষরা। 

বিশ্বকাপ জিতলেন ভারতের মেয়েরা
বিশ্বকাপ জিতলেন ভারতের মেয়েরা

সাত উইকেটে জিতলেন ভারতের মেয়েরা
ফাইনাল ম্যাচে, ভারতীয় দলকে জয়ের জন্য ৬৯ রান করতে হয়েছিল, যা তারা সহজেই ৩৮ বল বাকি থাকতে লক্ষ্য অর্জন করে।  সৌম্য তিওয়ারি ২৪ রান করে অপরাজিত থাকেন। সেখানে জি. ত্রিশাও খেলেছেন ২৪ রানের ইনিংস। অধিনায়ক শেফালি ভার্মা ১৫ রান করে আউট হন। 

আরও পড়ুন: 'ওরা ভাল খেললে গর্ব হয়...' ফাইনালের সেরা তিতাসের প্রশংসা শিবশঙ্করের

অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন মহিলা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল বিসিসিআই (BCCI)। গোটা দল ও সাপোর্ট স্টাফদের পাঁচ কোটি টাকা পুরস্কার দিতে চলেছে ভারতীয় বোর্ড। মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।

Advertisement

টিম ইন্ডিয়ার জয়ের পর, বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য মোট পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ এ কথা ট্যুইট করে জানিয়েছেন। জয় শাহ টুইট করেছেন, 'ভারতে মহিলা ক্রিকেট দারুণ জায়গায় রয়েছে। বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে অনেক ওপরে তুলে ধরেছে। আমি পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি।'

POST A COMMENT
Advertisement