India vs Pakistan: 'এক হাতে ছক্কা মারতে চাই' পন্তের থেকে টিপস নিলেন শাহিন, VIDEO

পন্তের (Rishabh Pant) সঙ্গে সঙ্গে দেখা হওয়ার পর আফ্রিদি মজা করে বলেছিলেন,  'আমিও তোমার মতো এক হাতে ছক্কা মারার কথা ভাবছি।' এ নিয়ে পন্তও মজার জবাব দিয়েছেন। তিনি বলেন, 'তুমি ফাস্ট বোলার, তাই তোমাকে অনেক চেষ্টা করতে হবে।'

Advertisement
'এক হাতে ছক্কা মারতে চাই' পন্তের থেকে টিপস নিলেন শাহিন, VIDEOশাহীন শাহ আফ্রিদি ও ঋষভ পন্ত
হাইলাইটস
  • এশিয়া কাপে খেলছেন না শাহিন
  • চোট রয়েছে তাঁর

প্রায় এক বছর পর মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার দুবাইয়ের স্টেডিয়ামে এশিয়া কাপে (Asia Cup) তাদের অভিযান শুরু করবে দুই দল। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। তবে দলের সঙ্গে দুবাইয়ে রয়েছেন তিনি। অনুশীলনের সময় বারে বারেই দেখা হচ্ছে দুই দেশের ক্রিকেটারদের। চলছে সৌজন্য বিনিময়ও। ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত এবং পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিরও এই সময় দেখা হয়। 

পন্ত বলেছেন- ছক্কা মারতে চেষ্টা করতে হবে

পন্তের (Rishabh Pant) সঙ্গে সঙ্গে দেখা হওয়ার পর আফ্রিদি মজা করে বলেছিলেন,  'আমিও তোমার মতো এক হাতে ছক্কা মারার কথা ভাবছি।' এ নিয়ে পন্তও মজার জবাব দিয়েছেন। তিনি বলেন, 'তুমি ফাস্ট বোলার, তাই তোমাকে অনেক চেষ্টা করতে হবে।' চোটের জন্য খেলতে না পারলেও দলের সঙ্গেই রয়েছেন শাহিন। মেডিকেল টিম তাঁর দেখাশোনা করছে। পন্তের সঙ্গে দেখা করার সময়ও শাহিনের পায়ে একটি পাত বাঁধা ছিল। এই সৌজন্য সাক্ষাতের মধ্যেই দ্রুত শাহিনের সুস্থতা কামনা করেন পন্ত।

শাহীন ও কেএল রাহুল
শাহীন ও কেএল রাহুল

 

আরও পড়ুন: মিঁয়াদাদের ব্যাঙের মতো নাচ মনে আছে? ভারত VS পাক ম্যাচের ৫ রক্ত গরম করা মুহূর্ত

কোহলি-রাহুল-চাহালের সঙ্গেও দেখা করেছেন শাহীন

এই কথোপকথনের সময় ঋষভ পন্ত, শাহিনকে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর চোট সারতে কতদিন লাগবে? এ প্রসঙ্গে পাকিস্তানি ফাস্ট বোলার বলেন, '৫ সপ্তাহ।' পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) এই ভিডিওটি শেয়ার করেছে। এতে শাহীনকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ওপেনার কেএল রাহুলের (KL Rahul) সঙ্গেও দেখা করতে দেখা যায়। ভারতীয় ক্রিকেটাররা শাহীনকে তাঁর পায়ের চোটের ব্যাপারে জিজ্ঞেস করেন। 

Advertisement

শাহিন ও বিরাট
শাহিন ও বিরাট

আরও পড়ুন: চলতি মরশুমে জয়ের খরা মোহনবাগান-ইস্টবেঙ্গলের, রবির ডার্বিতে কী স্ট্র্যাটেজি?

ভারতের কাছে বদলার ম্যাচ
২০২১ টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। তবে এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে টি২০ বিশ্বকাপের বদলা নিতে চাইবে রোহিত শর্মার ভারত। ২০২১-এর আগে আইসিসি বিশ্বকাপের কোনও ফরম্যাটেই ভারতকে হারাতে পারেনি।  

আরও পড়ুন: ধোনি নিয়ে হঠাত্‍ আবেগঘন পোস্ট বিরাটের, 'অবসর নিচ্ছেন?' প্রশ্ন ভক্তদের

POST A COMMENT
Advertisement