চলতি বছর ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট।
ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেভারিট হলেও, চাপে রোহিত শর্মার (Rohit Sharma) দল। কারণ দীর্ঘদিন ধরে আইসিসির (ICC) কোন ট্রফি নেই ভারতীয় দলের (Team India) কাছে। বারে বারে ফাইনালে উঠলেও ট্রফির খরা চলছেই। তবে এই খরা নাকি এবার কাটতে চলেছে। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের জুটি ভারতের আইসিসি খেতাবের খরা মেটাতে পারবে।
এই নিয়ে সৌরভ বলেন, ‘চাপ সব সময়ই থাকবে। যখন ওরা আগে খেলেছে, তখনও চাপ ছিল। গত বিশ্বকাপে রোহিত শর্মার পাঁচটি শতরান ছিল। আর এবার ও অধিনায়ক, ওর ওপর এখনও চাপ রয়েছে। আশা করছি, ও ভারতের হয়ে বিশ্বকাপেও একই কাজ করে দেখাবে। রাহুল দ্রাবিড়ও যখন খেলত, তখনও পারফর্ম করার চাপ ছিল। আর এখন ও যখন হেড কোচ, ওর চাপটা তাই আরও বেশি। তবে চাপটা সমস্যা নয়। আমি নিশ্চিত ওরা কোনও না কোনও উপায় খুঁজে পাবে। আর তার জেরেই সাফল্য আসবে।‘
এদিকে আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে বেছেছেন। তবে পাকিস্তানকেও সুযোগ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মহারাজের মতে পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হোক, সেটাই চাইছেন মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি চাই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হোক। তা হলে ইডেনে খেলা হবে।‘
বিশ্বকাপের পরই বাড়বে ইডেন গার্ডেন্সের দর্শক সংখ্যা। ফের ১ লক্ষ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটের নন্দনকাননে। এমনটাই জানিয়ে দিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। সৌরভ বলেন, ‘বিশ্বকাপের পরে ইডেন আরও বদলে যাবে। ১ লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবে।‘
১০টি দলের মধ্যে প্রতিযোগিতা হবে
বিশ্বকাপে মোট ১০টি দলের মধ্যে দারুণ প্রতিযোগিতা দেখা যাবে। যার মধ্যে 8টি দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে। জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হওয়া কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।